Indiahood-nabobarsho

উচ্চ মাধ্যমিকে পাশ করার নয়া নিয়ম জানাল WBCHSE

Published on:

Higher Secondary Exam

সৌভিক মুখার্জী, কলকাতা: আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam) ব্যবস্থায় আরও এক নয়া নিয়ম লাগু হল। সুত্রের খবর, এবার এক নয়া নির্দেশিকা জারি করা হয়েছে শিক্ষা সংসদের তরফ থেকে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সেখানে স্পষ্ট বলা রয়েছে, অপশনাল এবং কম্পালসারি ইলেক্টিভ বিষয়ের মধ্যে তিনটি বিষয়ে ন্যূনতম 30 শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হলে তবেই পাস হিসেবে বিবেচনা করা হবে। ফলে এবার থেকে এই নতুন নিয়মের মাধ্যমে পরীক্ষার্থীরা সুনির্দিষ্টভাবে তাদের প্রস্তুতি সারতে পারবে এবং পরীক্ষায় ইতিবাচক ফলাফল আনতে পারবে।

চালু হয়েছে সেমিস্টার ব্যবস্থা

প্রসঙ্গত জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার ব্যবস্থা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। এতে শিক্ষার্থীদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে মোট চারটি সেমিস্টারের পরীক্ষা দিতে হবে। সূত্র বলছে, বছরে দুটি সেমিস্টার পরীক্ষা হবে, যা পরীক্ষার্থীদের জন্য পড়াশোনায় আরও স্বচ্ছতা আনতে সাহায্য করবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

গত বছর সেমিস্টার ব্যবস্থা চালু হওয়ার আগে শিক্ষা সংসদ এক বিবৃতিতে জানিয়েছিল, ছয়টি বিষয়ের মধ্যে অন্তত পাঁচটি বিষয়ে 30 শতাংশ নম্বর পেতে হবে। তাহলেই প্রার্থীদের পাস বলে গণ্য করা হবে। তবে এই বিজ্ঞপ্তির ভাষাগত কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল, যা পরবর্তীতে আরও পরিষ্কার করা হয়েছে। 

নয়া নির্দেশিকায় কী বলা হয়েছে?

শনিবার শিক্ষা সংসদ আরও একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে, বাংলা, ইংরেজি এবং আরও তিনটি কম্পালসারি ইলেক্টিভ এবং অপশনাল বিষয়ের মধ্যে যেকোনো তিনটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। এমনকি এই পাঁচটি বিষয়ে প্রতিটি শিক্ষার্থীকে 30 শতাংশের বেশি নম্বর পেতে হবে। পাশাপাশি প্রতিটি সেমিস্টারে উক্ত বিষয়ের পরীক্ষা দিতে হবে। সুতরাং, এখন থেকে পরীক্ষার্থীরা এই তিনটি বিষয়ে পাস না করলে তারা উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে পারবে না।

সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ থাকছে

প্রসঙ্গত জানিয়ে রাখি, নতুন নিয়মের আওতায় একাদশ শ্রেণীর প্রথম এবং তৃতীয় সেমিস্টারে কোন বিষয়ে পাস করতে না পারলে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ারও সুযোগ রয়েছে। আর এই সাপ্লিমেন্টারি পরীক্ষা পরবর্তী সেমিস্টার দিতে হবে। তবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারে কোন পরীক্ষার্থী যদি তিনটি বিষয়ে পাস করতে না পারে, তাহলে তার একটি বছর নষ্ট হবে। সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ থাকলেও তার একটি বছর নষ্ট হতে পারে।

আরও পড়ুনঃ ৩৫ হাজার টাকা বেতনে ক্লার্ক নিচ্ছে কলকাতা বন্দর, জারি বিজ্ঞপ্তি

শিক্ষকদের মতামত

এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষা কর্মী সমিতির সাধারণ সম্পাদক জানিয়েছেন, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এই সিদ্ধান্ত একেবারে সঠিক। শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারবে যে, তাদের কি করনীয়। আর সবথেকে ভালো হয় যদি প্রশ্নপত্রের ধরনে কিছু পরিবর্তন আনা হয়। এতে শিক্ষার্থীর আরও লাভবান হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group