সহেলি মিত্র, কলকাতা: বাংলা সাধারণ রেল যাত্রীদের জন্য রইল এক দারুণ সুখবর। নতুন একটি ট্রেন পেতে চলেছেন সকলে। এদিকে এই নতুন ট্রেনের জেরে সমস্যা মিটবে সকলের বলে আশাবাদী অনেকে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কোন রুটে এবং কোন স্টেশন থেকে নতুন ট্রেন ছাড়বে? তাহলে জানিয়ে রাখি, জয়রামবাটি স্টেশন থেকে নতুন একটি ট্রেনের যাত্রা শুরু হবে বলে জানালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির উপর।
নতুন ট্রেন পেতে চলেছে বাংলা
বাংলার ইতিহাসে এই জয়রামবাটি স্টেশনের গুরুত্বই আলাদা। এখানেই জন্ম হয়েছিল মা সারদার। ফলে এই জায়গাটিকে ঘিরে সকলের এক আলাদাই ইমোশন কাজ করে। এবার সে সকলের ইমোশনকে মাথায় রেখে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ জানালেন, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসে অর্থাৎ আগামী ১৮ জুলাই জয়রামবাটি স্টেশন থেকে নতুন একটি ট্রেনের যাত্রা শুরু হবে। সর্বোপরি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই নতুন ট্রেন শুরু হবে বলে জানা যাচ্ছে। তবে এই ট্রেনটি কোন রুটে চলবে, তা এখনও স্পষ্ট হয়নি।
আরও পড়ুনঃ মাত্র ২% সুদে হোম লোন দিচ্ছে কেন্দ্র সরকার, কীভাবে আবেদন জানুন
এমনিতে যত সময় এগোচ্ছে ততই দেশের বহু রেলস্টেশনের চেহারা বদলে যাচ্ছে। যার মধ্যে অন্যতম এই জয়রামবাটি স্টেশন। বিগত কয়েক মাসে একদম ঝাঁ চকচকে হয়ে গিয়েছে এই স্টেশনটি। কেউ হয়তো ভাবতেও পারেননি যে এমন স্টেশন সকলে দেখতে পারবেন।
ঝাঁ চকচকে জয়রামবাটি রেল স্টেশন
যাইহোক, নতুন নির্মিত জয়রামবাটি রেল স্টেশনে আপনি আধুনিক পরিকাঠামো, টাইলস বাঁধানো প্ল্যাটফর্ম, LED লাইটিং, সৌরবিদ্যুৎ ব্যবস্থা এবং যাত্রীদের জন্য সবরকম সুযোগ-সুবিধা নিয়ে তৈরি হয়েছে এই স্টেশন। শুরু হতে চলা এই ট্রেনটি বিষ্ণুপুরেও যাবে বলে দাবি করা হয়েছে। বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি ৭.১ কিলোমিটার নতুন এই রেলপথে ইতিমধ্যেই ট্রেনের ট্রায়াল রান হয়ে গিয়েছে। নতুন এই রেলপথ পরীক্ষামূলকভাবে সফল হলেই মিলবে সবুজ সংকেত। এরপরই বিষ্ণুপুর থেকে সরাসরি জয়রামবাটি ট্রেন পথে যাত্রা করা যাবে। লোকাল থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেন সবই চলবে এই লাইনে বলে খবর।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |