অনুপস্থিত রাজ্যের আইনজীবী, ফের পিছল DA মামলা

Published on:

Updated on:

সহেলি মিত্র, কলকাতাঃ বকেয়া ডিএ (DA) মামলায় কিছুটা হলেও জয় পেলেন বাংলার সরকারি কর্মীরা। তবে সেইসঙ্গে আসল রামধাক্কাটাও কিন্তু খেয়েছেন। জানিয়ে রাখি, ফের একবার বাংলার মহার্ঘ্য ভাতা মামলা সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে। বুধবার নির্ধারিত দিনে এবং সিরিয়াল নম্বর ২-এ ছিল মামলার শুনানি। কিন্তু রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি উপস্থিত না থাকায় পিছিয়ে গিয়েছে মামলা। স্বাভাবিকভাবেই এই ঘটনা বেশ খানিকটা মন ভেঙে দিয়েছে সরকারি কর্মীদের। তবে একটি বিষয়ে কিন্তু সরকারি কর্মীদের ‘জয়’ হয়েছে। আর সেই জয়টা কী জানতে ইচ্ছুক? তাহলে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

ফের পিছিয়ে গেল বাংলার DA মামলা

মাসের পর মাস বছরের পর বছর ধরে পঞ্চম কমিশনের আওতায় থাকা ডিএ মামলা শীর্ষ আদালতে উঠছে। কিন্তু শেষমেষ কিছুই মনের মতো শুনানি পাচ্ছেন না আবেদনকারী সরকারি কর্মীরা। বুধবারও সেটার ব্যতিক্রম হয় না। রাজ্যের তরফের আইনজীবী হাজির না থাকায় এদিনও হয় না শুনানি। এদিনের শুনানি নিয়ে যথেষ্ট যে সরকারি কর্মীরা আশাবাদী ছিলেন তা তাঁদের বারবার মন্তব্যেই উঠে এসেছিল। কিন্তু সে গুড়ে বালি। যদিও একটি বিষয় নিয়ে তাঁরা খুশি। আর সেটা হল, তাঁদের আবেদন অনুযায়ী পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট। সেখানে রাজ্যের আইনজীবীর আবেদন ধোপে টেকেনি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

এই প্রসঙ্গে বড় মন্তব্য করেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বুধবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফে আর্জি জানানো হয়েছিল যে আগামী জুলাইয়ে মহার্ঘ ভাতার পরবর্তী শুনানির দিন ধার্য করা হোক। তবে সেটা হয়নি। আগামী ১৪ মে ফের সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা মামলা উঠবে।

আরও পড়ুনঃ সাক্ষাৎ লক্ষ্মী! মেলাতেই খেলা ঘুরিয়ে দিলেন ২৪ পরগনার মহিলারা, আয় ১০০ কোটি

১৪ মে ফের শুনানি

কনফেডারেশনের আইনজীবী বলেন, ‘বুধবার মামলা দু’নম্বর আইটেমে শুনানির জন্য নির্দিষ্ট করা ছিল। কিন্তু সরকারপক্ষের আইনজীবী অভিষেক মনু সিংঘভি জানান যে তিনি থাকতে পারছেন না, যেহেতু অন্য আদালতকক্ষে একটি পার্ট-হার্ড ম্যাটার চলছে। তিনি এটাও দাবি করেন যে মামলাটি জুলাই মাসে রাখা হোক। আমরা তীব্র আপত্তি জানাই। আগামী ১৪ মে দুপুর দুটোয় মামলা ফিক্সড করা হয়েছে। আর কোনওরকম নড়চড় হবে না।’

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥