তিন মাসেই নতুন মেট্রো রুট কলকাতায়, নিউ গড়িয়া থেকে সল্টলেক যাওয়া যাবে নিমিষেই

Published on:

new garia saltlake metro

শ্বেতা মিত্র, কলকাতাঃ শহরবাসীর জন্য রইল আরো একটি দুর্দান্ত সুখবর। বিশেষ করে যারা মেট্রোতে (Kolkata Metro) করে রোজ যাতায়াত করেন তাদের জন্য তো রইল একদম সোনায় সোহাগা খবর। আসলে আরো একটি জায়গায় খুব শীঘ্রই মেট্রো পরিষেবা শুরু হতে চলেছে বলে মেট্রো রেল সূত্রে খবর। আর এই রুটের জন্য দীর্ঘ অপেক্ষা করছেন শহরবাসী, বিশেষ করে যারা নিউ গড়িয়া থেকে সল্টলেক যাবেন বলে রোজ ঠিক করে রাখেন বা যাতায়াত করেন। আসলে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের পরিধি এবার বাড়াতে চলেছে বলে খবর। জানা যাচ্ছে, এবার দীর্ঘ প্রতীক্ষিত নিউ গড়িয়া থেকে এবার সল্টলেক অবধি খুব শীঘ্রই মেট্রো ছুটতে দেখা যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন আর এই নিয়ে জোর কদমে কাজও শুরু করে দিয়েছে কলকাতা মেট্রো বলে খবর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অরেঞ্জ লাইন মেট্রো নিয়ে বিরাট আপডেট

এমনিতেই দীর্ঘ বিগত কয়েক বছর ধরে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর অবধি সোজা মেট্রো পরিষেবা চালু করার জন্য কাজ করেই চলেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ যদিও এই কাজ করার সময় বারবার নানা রকম অসুবিধা সম্মুখীন হতে হয়েছে কর্মকর্তাদের। যাইহোক অরেঞ্জ লাইনের এই নিউ গড়িয়া থেকে বিমানবন্দর অবধি মেট্রো পরিষেবার মধ্যে শুধুমাত্র রুবি অবধি এখন মেট্রো চলছে, তবে আগামী কয়েক মাসের মধ্যেই এবার এই পরিধি বিস্তার করার পক্ষে এগিয়ে গেল কলকাতা মেট্রো। জানা যাচ্ছে আগামী দু থেকে তিন মাসের মধ্যে এবার নিউ গড়িয়া থেকে সোজা এবং খুব সহজেই সল্টলেক সেক্টর ফাইভ অবধি যেতে পারবেন সাধারণ মানুষ।

এবার নিউ গড়িয়া থেকে যাওয়া যাবে সল্টলেক

আর বাসের জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে হবে না সাধারণ মানুষকে কিংবা বাসে বাদুর ঝোলা হয়েও নিউ গড়িয়া থেকে কিংবা রবি থেকে সল্টলেক সেক্টর ফাইভ অব সাধারণ মানুষকে যেতে হবে না। এই মেট্রো পরিষেবা শুরু হয়ে গেলে বা কলকাতা শহরে হাজার হাজার মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে নিউ গড়িয়া-রুবি অংশে মেট্রো পরিষেবা শুরু হয়েছে। তারপর রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রোকে এগিয়ে নিয়ে আসার কথা ছিল। সেজন্য ৪.৫ কিমি অংশে পরিদর্শনও হয়েছিল। কিন্তু ওই অংশে পরিষেবা শুরু করার অনুমোদন দেননি চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস) জনককুমার গর্গ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এরপর চলতি বছরের মধ্যে এই কাজ শেষ হবারও কথা ছিল। তবে এখন মেট্রো কর্তৃপক্ষ তরফে জানানো হচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসেও এই কাজ শেষ করা যাবে না। ফলে আগামী তিন মাস অর্থাৎ মার্চ মাস অবধি এই মেট্রো পরিষেবা শুরু হওয়ার জন্য সকলকে অপেক্ষা করতেই হবে।

কী বলছে মেট্রো কর্তৃপক্ষ

নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল) সূত্রে খবর, চিংড়িঘাটায় এখনও একটা ভায়াডাক্টের কাজ শেষ হয়নি। মেট্রোপলিটনেও ভায়াডাক্টের কাজ পুরোপুরি শেষ হয়নি। আর সেই কাজের জন্যই আরও কিছুটা সময় লাগবে বলে আরভিএনএল সূত্রে খবর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group