মহানন্দা নদীর কোলে নয়া গ্রাম! গড়ে উঠবে পর্যটন শিল্প, মুখ্যমন্ত্রীর উদ্যোগে নতুন আশার আলো

Published on:

mahananda river siliguri

প্রীতি পোদ্দার, কলকাতা: গতবছর অক্টোবর মাসে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম পঞ্চায়েতের লালটং চমকডাঙ্গি গ্রাম তিস্তার গ্রাসে চলে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রতিশ্রুতি দেয় যে খুব দ্রুত বন্যায় ঘরহারাদের বাংলার বাড়ি প্রকল্পে নিজস্ব বাড়ি তৈরি করে দেওয়া হবে। এবার সেটাই বাস্তবের রূপ নিল। সব হারানো দুই গ্রামের বাসিন্দাদের জমির পাট্টা দেন মুখ্যমন্ত্রী। শেষপর্যন্ত ওই মহানন্দা নদীর কোলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গড়ে উঠছে ‘নতুন গ্রাম ‘‌তিস্তাপল্লি’‌।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

প্রাপ্ত রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, গতবার তিস্তার ভাঙনে লালটং চমকডাঙ্গি গ্রামের ১৩১ টি পরিবার ঘরহারা হয়েছিলেন। ওই ১৩১টি পরিবারের লোকসংখ্যা প্রায় ৫২৪ জন। তাঁদের কথা ভেবেই রাজ্য সরকারের উদ্যোগে ফুলবাড়িতে একটি প্রশাসনিক সভার আয়োজন করা হয়। সেখানেই তাঁদের হাতে জমির পাট্টা তুলে দেন। প্রশাসন এই গ্রামটি নতুন করে নির্মাণের উদ্যোগ নিয়েছে। জানা গিয়েছে এই গ্রামের ভৌগোলিক অবস্থান অত্যন্ত আকর্ষণীয়। মহানন্দা নদীর দুটি বাঁধের মাঝখানে তৈরি হয়েছে এই নতুন গ্রাম ‘‌তিস্তাপল্লি’‌। আর শিলিগুড়ি থেকে তিস্তাপল্লির দূরত্ব ১৩ কিমি।

পর্যটন শিল্পের নয়া ঠিকানা

এদিকে এই নতুন গ্রাম ‘‌তিস্তাপল্লি’‌ নিয়ে আরও এক স্বপ্ন দেখছে রাজ্য সরকার। আর সেটি হল পর্যটন শিল্প। আসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই আকর্ষণীয় যে পর্যটকদের কাছে অফবিট জায়গা হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠতে পারে। শুধু তাই নয় পাহাড়, নদী, জঙ্গলে ঘেরা এই গ্রামে হোম স্টে থাকলে পর্যটকরা নিরিবিলিতে সবুজের স্বাদ গ্রহণ করতে পারবে এবং কয়েকদিন শান্তিতে ছুটি কাটাতে পারব। এতে একদিকে যেমন পর্যটকদের ছুটির স্বাদ মিটবে ঠিক তেমনি গ্রামবাসীদের আর্থিক পরিস্থিতিও দ্বিগুণ লাভ হবে। আর এই পরিকল্পনা সাফল্যমন্ডিত করতে এগিয়ে এসেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: টুঁটি চেপে ধরতেই ফোঁস করে উঠল বাংলাদেশ, পাল্টা সেনা পদক্ষেপের হুমকি ভারতকে

আনন্দিত গ্রামবাসী

জানা গিয়েছে মেয়র গৌতম দেব এই নয়া তিস্তাপল্লি গ্রামে আগামী ৬ মাসের মধ্যে গ্রামবাসীদের বাংলার বাড়ি, মিশন নির্মল বাংলা, পথশ্রী–সহ রাজ্য সরকারের নানা প্রকল্প দিয়ে ভরিয়ে দিতে চান। এবং ধীরে ধীরে এই নবনির্মিত গ্রামকে আদর্শ গ্রামে রূপায়িত করতে চান। এদিকে রাজ্য সরকারের একের পর এক আকর্ষণীয় চমকে গ্রামবাসীরা বেশ আনন্দিত।

এই প্রসঙ্গে সেখানকার বাসিন্দা মোহন মুখিয়া বলেন, ‘‌তিস্তার গর্ভে ভিটেমাটি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছিলাম। কিন্তু দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় ফিরে পেলাম এক নতুন ঠিকানা। আরও উন্নত হোক আমাদের এই গ্রাম।”

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group