২০২৫-র কালীপুজোয় টানা ৬ দিন ছুটি, নবান্নর বদান্যতায় আরামে দিন কাটবে সরকারি কর্মীদের

Published on:

govt employees

প্রীতি পোদ্দার, কলকাতা: ছুটির সঙ্গে সরকারি কর্মীদের সম্পর্ক যেন অঙ্কের ভাষায় সরল সম্পর্ক। জোট ছুটি মিলবে ততই যেন মজা ও আনন্দ বাড়বে। তাইতো নতুন মাস পড়লেই ক্যালেন্ডারের পাতায় নজর রাখেন তাঁরা এই উদ্দেশ্যে যে কবে কবে ছুটি আছে। এমনকি পুজোতে কতদিন ছুটি মিলবে তা নিয়েও বরাবর নজর রাখেন সরকারি কর্মীরা। আর এই আবহে এইবছরেও বেশ ছুটিতে উপভোগ করছে সরকারী কর্মীরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কালীপুজোয় ব্যাপক ছুটি

এবছর, কালীপুজো ৩১ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার পড়েছিল। যার জেরে সমস্ত সরকারি কর্মীদের কালীপুজো উপলক্ষে দুই দিন ছুটি দিয়েছে। তার উপর মাঝে দুই দিন শনি রবি থাকায় সেই দুইদিনও ছুটি থাকছে। এদিকে ভ্রাতৃদ্বিতীয়া রবিবার পড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত ছুটি হিসেবে আগামী সোমবার ছুটি দিয়েছে। অর্থাৎ বৃহস্পতি থেকে সোমবার পর্যন্ত টানা ৫ দিন ছুটি দেওয়া হয়েছে। তবে জানা গিয়েছে এই ছুটি আরও ১ দিন বাড়তে পারে। তবে সেটা এই বছর নয়, আগামী বছর অর্থাৎ ২০২৫ এ কালীপুজো উপলক্ষে রাজ্য সরকার ৬ দিন টানা ছুটি দিতে পারে কর্মীদের।

২০২৫-র কালীপুজোয় টানা ৬ দিন ছুটি?

আসলে ক্যালেন্ডার অনুযায়ী আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে কালীপুজো পড়েছে ২০ অক্টোবর, সোমবার। এদিকে তার আগে দুই দিন শনিবার এবং রবিবার পড়েছে। সেই দুই দিন তো ছুটি থাকছেই। তার সঙ্গে গত কয়েক বছর ধরে রাজ্য সরকার কালীপুজোর জন্য দু’দিনের ছুটি দিচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে পরের বছর চার দিনের টানা ছুটি। তবে সেই ছুটির তালিকা আরও দীর্ঘ হয়ে যেতেই পারে। অর্থাৎ টানা ৬ দিন ছুটি পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কারণ, ২০২৫ সালের ২৩ অক্টোবর পড়েছে ভাইফোঁটা। আগামী বছর যদি এই ভ্রাতৃদ্বিতীয়ার অতিরিক্ত ছুটিটা পরের দিন না দিয়ে আগের দিন দেওয়া হয় তাহলে সে ক্ষেত্রে একেবারে ১৮ থেকে ২৩ অক্টোবর টানা ছ’দিনের ছুটি পেয়ে যাবে। যার ফলে সরকারী কর্মীরা এক লম্বা ছুটি কাটাতে পারবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group