কলকাতা মেট্রোর রাত দখল, ২০ মিনিট ম্যানেজ করতেই আয় বাড়ল তিন গুণ

Published on:

kolkata metro

শ্বেতা মিত্র, কলকাতাঃ যাত্রী পরিষেবায় নতুন করে রেকর্ড গড়ল কলকাতা মেট্রো (Kolkata Metro)। এবার কলকাতা মেট্রোর ইতিহাসে এমন এক রেকর্ড তৈরি হয়েছে যেটা সম্পর্কে হয়তো কেউ কল্পনা করতে পারেনি। মাত্র ২০ মিনিটের ব্যবধানই নাকি সবচেয়ে উলটপালট করে রেখে দিলেও কলকাতা মেট্রোর শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আসলে যত সময় এগোচ্ছে ততই একের পর এক পরীক্ষামূলক কাজ করেই চলেছে কলকাতা মেট্রো। যার মধ্যে অন্যতম হলো নাইট স্পেশাল মেট্রো চালানো। অর্থাৎ অনেক রাত অবধিও এখন কলকাতায় মেট্রো পরিষেবা মেলে। আর যার জেরে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। তবে এবার এই নাইট স্পেশাল মেট্রো চালিয়েই রীতিমতো শোরগোল ফেলে দিল কলকাতা মেট্রো।

রেকর্ড গড়ল কলকাতা মেট্রো

আসলে রাত ১১টার বদলে এখন ১০:৪০ মিনিটে লাস্ট মেট্রো চালানো হচ্ছে। আর এই ২০ মিনিটই নাকি সবকিছু হিসেব গুলিয়ে দিয়েছে মেট্রোর। আগে যেখানে আপ-ডাউন মিলিয়ে ৩০০ থেকে ৪০০ জন যাত্রী যাতায়াত করতেন। এখন সেই সংখ্যা হাজারের কাছাকাছি হয়ে গিয়েছে। হ্যাঁ এমনই তথ্য দিয়েছে কলকাতা মেট্রো সংস্থা। স্বাভাবিকভাবেই কলকাতা মেট্রোর এহেন তথ্য সকলকে চমকে দিয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

যাত্রী সংখ্যা বাড়ল কয়েক গুণ

কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘নাইট স্পেশাল-এর সময়ে এগিয়ে আনার সব দিক থেকে সুবিধা হয়েছে, আগে রাতের শেষ ট্রেনে বড়জোর ৩০০ জন যাত্রী উঠতেন। এখন সেটাই বেড়ে ১০০০-এর বেশি হয়েছে।’

দীর্ঘদিন ধরেই মেট্রো যাত্রীদের দাবি ছিল রাত পর্যন্ত মেট্রো পরিষেবা মিলুক। কিন্তু শেষ পর্যন্ত এই আবেদনে নাকি কর্ণপাত করেনি মেট্রো কর্তারা। যদিও যাত্রীরা আবার নাছোড়বান্দা ছিলেন। একের পর এক আর্জি নিয়ে হাজির হয়েছিলেন সাধারণ মানুষ। এরপর সেই আবেদনের সাড়া দিয়ে হাইকোর্টের নির্দেশে এখন রাত অব্দি মেট্রো পরিষেবা মিলছে। এদিকেই রাতে মেট্রো পরিষেবা চালিয়েই রীতিমতো লক্ষ্মী লাভ হলো কলকাতা মেট্রোর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group