শ্বেতা মিত্র, কলকাতাঃ নিউটাউনের (Newtown) রাস্তায় যত্রতত্র দাঁড় করিয়ে রাখা যাবে না গাড়ি। এই মর্মে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি পাঠাতে চলেছে প্রশাসন। পরিকল্পনা করে তৈরি করা হয়েছে নিউটাউন। সেখানে এখন একাধিক নামী অফিস, স্কুল, রেস্তোরাঁ সহ একাধিক বাণিজ্যিক সংস্থার ঠিকানা। পরিকল্পনা করে তৈরি করা শহরেও ঘুরেফিরে দেখা দিয়েছে শহর কলকাতার পুরোনো কিছু সমস্যা। যেমন ফুটপাথ দখল ও বেআইনি পার্কিং। কিছু দিন আগে ফুটপাথ দখলদার মুক্ত করার জন্য প্রশাসনকে বেগ পেতে হয়েছিল। এবার প্রশাসনের লক্ষ্য রাস্তার ওপর বেআইনি পার্কিং বন্ধ করা।
আর যত্রতত্র রাখা যাবে না গাড়ি
সবথেকে বেশি স্কুল বাসের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। রাস্তার ধারে দিনভর দাঁড়িয়ে থাকে স্কুল বাস। যার ফলে অপ্রশস্ত হয়ে পড়েছে রাস্তা, সমস্যা হচ্ছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের। বাস কর্মীদের আচরণ নিয়েও অভিযোগ উঠেছে।
শুধু স্কুল বাস নয়, বিভিন্ন বাণিজ্যিক সংস্থার গাড়ি রাস্তার ধারে পার্ক করা হচ্ছে। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, নিজেদের পার্কিং এরিয়া থাকার পরেও বেআইনিভাবে গাড়ি পার্ক করা হচ্ছে রাস্তার ধারে। প্রশাসনের নিজস্ব পার্কিং এরিয়া রয়েছে। টাকার বিনিময়ে সেখানে গাড়ি পার্ক করা যায়। কিন্তু সেটা না করে অনেক গাড়ি বেআইনিভাবে দাঁড় করিয়ে রাখা হয় বলে অভিযোগ।
বড় উদ্যোগ প্রশাসনের
বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে তাদের যানবাহন হয় নিজস্ব জায়গায় রাখতে হবে, নয়তো টাকার বিনিময়ে পার্কিং লটে রাখতে হবে, এমনটা জানানো হয়েছে, নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি’ (এনকেডিএ)- এর পক্ষ থেকে। এনকেডিএ সংবাদ মাধ্যমে আরো জানিয়েছে, বিভিন্ন স্কুল, হাসপাতাল, নার্সিংহোম এবং রেস্তরাঁ কর্তৃপক্ষকে এ ব্যাপারে দ্রুত চিঠি পাঠানো শুরু হবে।
আরও পড়ুনঃ সান্দাকফু ঢুকতে আর লাগবে না এক টাকাও, নোটিশ জারি রাজ্য সরকারের
প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সেখানকার মানুষ। শুধু স্কুলবাস নয়, নির্মাণকার্যের জন্য আসা লরি ও অন্যান্য সংস্থার বাহনের বিরুদ্ধেও যাতে ব্যবস্থা নেওয়া হয় সে ব্যাপারে অনুরোধ করছেন নিউটাউনের স্থানীয় বাসিন্দারা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |