পার্থ সারথি মান্না, কলকাতাঃ রাজ্যের শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলা চলছে তো চলছেই। নিয়োগ না হওয়ায় শিক্ষকের অভাব স্পষ্ট স্কুলে। এরই মাঝে প্রকাশ্যে উঠে এল শিক্ষার জরাজীর্ণ দশা। হিসেব মত স্কুলে পড়াশোনা চলছে কিন্তু নেই কোনো বই। হ্যাঁ ঠিকই দেখছেন, বই ছাড়াই পড়াচ্ছেন শিক্ষকেরা, আর পড়ছে পড়ুয়ারা। যার জেরে প্রশ্নের মুখে গোটা শিক্ষা ব্যবস্থা।
স্কুলে বই ছাড়াই চলছে পড়াশোনা
নতুন শিক্ষাবর্ষে ৬ টি বিষয়ের পড়াশোনা চালু করা হয়েছিল। সেগুলো হল মাস কমিউনিকেশন, ডেটা সায়েন্স, হেলথ অ্যান্ড কেয়ার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি। কিন্তু এর কোনো বই না আছে পড়ুয়াদের কাছে না আছে শিক্ষক – শিক্ষিকাদের কাছে। তাহলে কিভাবে হচ্ছে পড়াশোনা? উত্তর হল গুগুলের ভরসায়। তবে সেটা সব জায়গায় সম্ভব হচ্ছে না, তাই একপ্রকার দিশাহারা পরিস্থিতি বলা চলে।
বই ছাড়াই হয়ে গেল পরীক্ষা
বই ছাড়া শুধু যে পড়াশোনা চলছে তা কিন্তু নয়। ইতিমধ্যেই সেমিস্টার পদ্ধতিতে একটি পরীক্ষাও হয়ে গিয়েছে। বলার অপেক্ষা রাখে না, বই ছাড়াই পরীক্ষা দিয়েছে পড়ুয়ারা। এমনকি দেখতে দেখতে আরও একটা সেমিস্টার আসন্ন। কিন্তু গতবছর এপ্রিল থেকে এবছরের ডিসেম্বর পর্যন্ত ৬ মাস পেরোলেও বই মিলল না হাতে।
পড়ুয়াদের বক্তব্য
বই ছাড়া কিভাবে হচ্ছে পড়াশোনা? ছাত্র ছাত্রীদের প্রশ্ন করতেই উত্তর সবটাই শিক্ষক – শিক্ষিকাদের নিজস্ব ধারণার উপর নির্ভর। কারণ পড়ুয়াদের এই বিষয় সম্পর্কে খুব একটা ধারণা নেই। তাই যেটুকু পড়ানো হচ্ছে সেটুকুই বোঝা যাচ্ছে।
উচ্চ শিক্ষা সংসদের প্রতিক্রিয়া
ইতিমধ্যেই এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল উচ্চশিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচাযের সাথে। তার থেকেও আশাজনক কোনো উত্তর মেলেনি। সভাপতি জানান, বইয়ের বদলে PDF দেওয়া হবে সংসদের তরফ থেকে। সেখানেই সমস্ত স্টাডি মেটিরিয়াল থাকবে। আর তার থেকেই পরীক্ষা নেওয়া হবে।