Indiahood-nabobarsho

রাজ্যের দুটি এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ টোটো, কড়া নির্দেশ জারি ব্যারাকপুর কমিশনারেটের

Published on:

kalyani expressway

প্রীতি পোদ্দার, কলকাতা: রোজ সকালে খবরের কাগজ খুললেই কিংবা মোবাইলে খবরের নোটিফিকেশন ঢুকলেই মাঝে মধ্যেই ভেসে ওঠে রাস্তা ঘাটে দুর্ঘটনার খবর। প্রতিদিনই দেদার বাড়ছে দুর্ঘটনার খবর। আর এই দুর্ঘটনার পিছনে অন্যতম মূল কারণ হয়ে উঠেছে টোটোর দাপট। এর ফলে একদিকে যেমন যানজটের সমস্যা বাড়ছে তেমনি বাড়ছে অহরহ দুর্ঘটনা। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না টোটো চালকদের। আর এই আবহে তাই কড়া ব্যবস্থা নিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। মাথায় হাত পড়ল টোটো চালকদের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

টোটো ব্যবস্থা নিয়ে এবার বড় সিদ্ধান্ত

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পুলিশ কমিশনারেট জানিয়ে দিয়েছে, ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়েতে এখন থেকে আর টোটো চলাচল করবে না। অর্থাৎ টোটো সম্পূর্ণ নিষিদ্ধ। জানা গিয়েছে ব্যারাকপুর কমিশনারেট এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেসওয়ে রয়েছে। আর সেই এক্সপ্রেসওয়ে গুলি হল কল্যাণী এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। অনেকদিন ধরে কল্যাণী এক্সপ্রেসওয়েতে কাজ চলছে। রাস্তাটি পরিবহণকারীদের জন্য আরও মসৃণ এবং চওড়া করতে এই ব্যবস্থা। প্রায় কাজ শেষের পথে। কিন্তু ইদানিং এই রাস্তাতেও টোটোর দাপট বেড়েছে বলে অভিযোগ।

টোটো নিষিদ্ধ করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট

এদিকে কল্যাণী এক্সপ্রেসওয়ের মাধ্যমে খুব কম সময়ে নিমতা, বিরাটি, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচড়াপাড়া হয়ে কল্যাণী আসা যায়। অন্যদিকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে খুব কম সময়ে বিরাটি, দক্ষিণেশ্বরের দিকে যাওয়া যায়। সেক্ষেত্রে এই যাতায়াতে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে এই টোটো। অনেক পরিবহনকারীদের অভিযোগ রাস্তাঘাটে কোনো কিছু তোয়াক্কা না করে যেখানে সেখানে টোটো চলাচল শুরু হয়েছে। তাদের দাপট এতটাই বেড়েছে যে পারলে রাস্তায় যাতায়াতকারীদের গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। ফলে দুর্ঘটনার সম্ভাবনাও বারবার তৈরি হয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তাই এবার কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে টোটো চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। এদিন বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে টোটো চলাচল কল্যানী এক্সপ্রেসওয়েতে সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো টোটো চালক এই নিয়ম লঙ্ঘন করে তাহলে তাঁকে কড়া শাস্তি দেওয়া হবে অথবা মোটা টাকা জরিমানা নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group