সৌভিক মুখার্জী, কলকাতা: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো কেটে এবার আসছে আলোর উৎসব দীপাবলি ও ছটপুজো। আর এই উৎসবকে কেন্দ্র করে যেন বাজি পোড়ানোর হিড়িক লেগে যায়। তবে উৎসবের আগেই বাজি পোড়ানোর সময়সীমা বেঁধে দিল কলকাতা পুলিশ (Kolkata Police)। হ্যাঁ, আজ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। আর সেখানে শুধুমাত্র অনুমোদিত সবুজ আতশবাজি বা পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে বলেই জানানো হয়েছে, তাও নির্দিষ্ট সময়সীমার মধ্যে।
কখন পোড়ানো যাবে বাজি?
কলকাতা পুলিশের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, কালীপুজো এবং দীপাবলি অর্থাৎ ২০ অক্টোবর রাত আটটা থেকে দশটা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। আর ছটপুজোতে অর্থাৎ ২৮ অক্টোবর সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। এই সময়ের বাইরে বাজে পোড়ালেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Kolkata Police Notification in connection with Kali Puja/Diwali celebrations. pic.twitter.com/Er2z50jDOm
— Kolkata Police (@KolkataPolice) October 17, 2025
এদিকে বাজি পোড়ানো নিয়ে সুপ্রিমকোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই কলকাতা পুলিশের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রক সংস্থাও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেখানে বলা হয়েছে, শুধুমাত্র সবুজ আতশবাজি ব্যবহার করা যাবে। অন্য যে কোনও ক্ষতিকারক বাজি পোড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
স্পষ্ট নির্দেশিকা মনোজ ভার্মার
কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার ভার্মা বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়েছে যে, এই আদেশ যারা লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে আইন অনুসারে মামলা করা হবে। এমনকি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকেও সতর্ক থাকতে হবে। দেশের সর্বোচ্চ আদালত, কলকাতা হাইকোর্ট ও পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রক বোর্ডের আদেশ যথাযথ পালন করা সকলের কর্তব্য। আর এই বিজ্ঞপ্তিটি কলকাতা পুলিশের গেজেট, সংবাদমাধ্যম এবং বিভিন্ন থানার নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ তৃতীয় ত্রৈমাসিকে আরও ২৯ হাজার কোটি নেওয়ার পথে পশ্চিমবঙ্গ সরকার
উল্লেখ্য, দীপাবলি ও ছটপুজোতো শহরের শব্দ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ করতে কলকাতা পুলিশের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত অনুমোদনহীন বা দূষণ সৃষ্টিকারী বাজি কোনওভাবে পোড়ানো যাবে না। আর নির্ধারিত সময়ের বাইরে বাজি পোড়ালেই আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। পাশাপাশি উচ্চ শব্দের বাজি ব্যবহার করা যাবে না। তাই দীপাবলির আগে সতর্ক হওয়া বুদ্ধিমানের কাজ।