Indiahood-nabobarsho

CGO কমপ্লেক্স, নিজাম প্যালেস থেকে সরছে CBI, নতুন ঠিকানা কোথায়?

Published on:

CBI

প্রীতি পোদ্দার, কলকাতা: নিজাম প্যালেস ও সিজিও কমপ্লেক্স এই নামটি বাচ্চা থেকে বুড়ো সকলের কাছেই বেশ পরিচিত হয়ে উঠেছে। কারণ এই সিজিও কমপ্লেক্সেই রাজ্যের বড় বড় দূর্নীতিমূলক ঘটনার তদন্ত করে এসেছে CBI। কয়লা পাচার, গরু পাচার, নিয়োগ দুর্নীতির একাধিক মামলার তদন্ত হয়ে এসেছে এই CGO কমপ্লেক্সে। তবে এবার সেই ঠিকানা বদল করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। এবার সমস্ত দফতরকে এক ছাদের তলায় নিয়ে আসতে চলেছে তদন্তকারী এই সংস্থা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

CBI এর নয়া ঠিকানা

এতদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কলকাতা শাখা দু’টি জায়গা থেকে কাজ করছিল। যার মধ্যে অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ অর্থাৎ ACB-র অফিস ছিল নিজাম প্যালেসে। আর SCB, EOB র অফিস ছিল সিজিও কমপ্লেক্সে। কিন্তু এতে খুব সমস্যায় পড়তে হচ্ছিল তদন্তকারী অফিসারদের। তাই সমস্তটা এবার এক ছাদের তলায় আনতে নেওয়া হল এক বড় উদ্যোগ। জানা গিয়েছে নিউটাউনে এনবিসিসি স্কোয়ার নামের ঝাঁ চকচকে বহুতল সিবিআই কলকাতা শাখার নতুন ঠিকানা হতে চলেছে। শোনা যাচ্ছে সব ঠিক থাকলে নতুন অফিসে বসে তদন্ত শুরু হবে বাংলা নববর্ষ থেকেই। গত বছরেই সিবিআইয়ের সব অফিসকে এক জায়গায় আনতে সিবিআই ডিরেক্টর এসে নিউটাউনের এই অফিসকে পছন্দ করেন।

৪ তলার মধ্যে আনা হবে সমস্ত দফতরকে!

সূত্রের খবর, নিউটাউনের এই নতুন অফিসে শুধু সিবিআই নয়, অ্যান্টি কোঅপারেশন ব্রাঞ্চ (ACB), স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ (SCB), ইকোনমিক অফেন্স ব্রাঞ্চ (EOB), ব্যাঙ্ক সিকিউরিটিস এন্ড ফ্রড ব্রাঞ্চ (BSFB) সকল দফতর এই ১৪ তলা বহুতলের ৪টি তলের মধ্যেই থাকবে। গত কয়েকদিন ধরেই তাই নিজাম প্যালেস থেকে গুরুত্বপূর্ণ মামলার নথি থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র সরানো হচ্ছে নতুন অফিসে। সকল সিবিআই অফিসার এবং কর্মীরা নতুন অফিস গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। সব জিনিসপত্র যাতে নতুন অফিসে যায় তা নিশ্চিত করার কাজ চলছে। শেষ আপডেট অনুযায়ী NBCC স্কোয়ারে NIA-র অফিস ইতিমধ্যেই সরে গিয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ ফের সুদের হার কমাল RBI, গাড়ি-বাড়ির ঋণে মোটা ছাড় পাবেন গ্রাহকরা

এছাড়াও CBI এর এই অফিসে পাহারার দায়িত্বে রয়েছে সিআরপিএফ। এখনও পর্যন্ত ২৫ থেকে ৩০ জন জওয়ান সর্বক্ষণ নিরাপত্তার দায়িত্বে রয়েছে। কিন্তু নতুন অফিসের সিদ্ধান্তে অনেকেই অখুশি। তাতে বেশ কয়েকজন কর্মচারী ক্ষোভ প্রকাশ করেছেন। একসঙ্গে এতগুলো দফতরের কাজ কীভাবে একই আবাসনে চলবে তাই নিয়ে অনেকে অসন্তুষ্ট। তবে কর্মকর্তাদের দাবি, একসঙ্গে কাজ করলে অনেক সুযোগ-অসুবিধা একসঙ্গে পাওয়া যাবে। অর্থাৎ নববর্ষেই নতুন ঘরে গৃহপ্রবেশ হবে CBI এর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group