শ্বেতা মিত্র, কলকাতা: আসছে দোল উৎসব (Dol Purnima)। আর দোল মানেই হল এক আলাদাই ভালো লাগা। বন্ধু বান্ধব, পরিবার, আপনজনকে নানা রঙে রাঙিয়ে দেওয়ার মজাই আলাদা। আবার অনেকেই আছেন যারা ছুটি নিয়ে কোথাও ঘুরতে চলে যান। আর দোলযাত্রা নিয়ে কথা হবে অথচ শান্তিনিকেতনের প্রসঙ্গ উঠবে না সেটা হতেই পারে না। এবারে বসন্ত উৎসব পালন করা হবে বিশ্বভারতী ক্যাম্পাসে। আপনিও কি এই দোলে এখানে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর।
বড় সিদ্ধান্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের | Visva Bharati Basanta Utsab Rules |
বসন্ত উৎসব (Basanta Utsab) নিয়ে বড় সিদ্ধান্তের পথে হেঁটেছে বিশ্বভারতী। এই বছর বসন্ত উৎসবকে জনসাধারণের জন্য উন্মুক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, বসন্তের আগমন উদযাপনকারী এই অনুষ্ঠানটি শেষবার ২০১৯ সালে জনসাধারণের জন্য খোলা ছিল।
এই বছর বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষ মেলায় জনগণের জন্য দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর, ব্যাপকভাবে ধারণা করা হচ্ছিল যে বসন্ত উৎসবেও একই ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার, দীর্ঘ বৈঠকের পর, ভিবি কর্তৃপক্ষ এর বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়। বিশ্বভারতী জানিয়েছে যে এই বছর এটি একটি প্রাতিষ্ঠানিক অনুষ্ঠান হবে, কোনও জনসাধারণের অনুষ্ঠান নয়। ভিবি ১৪ মার্চ উদযাপিত দোল উৎসবের দুই দিন আগে, ১১ মার্চ বসন্ত উৎসব আয়োজন করবে।
পর্যটকরা এবারেও ঢুকতে পারবেন না বিশ্বভারতীতে
২০১৯ সালে জনসাধারণের জন্য বসন্ত উৎসব অনুষ্ঠিত হওয়ার পর, কোভিড প্রোটোকলের কারণে ২০২০ সালে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়নি। এর পরবর্তী বছরগুলি অর্থাৎ ২০২১, ২০২২ এবং ২০২৩ সালে, ছাত্র, শিক্ষক, কর্মচারী এবং বিশেষ আমন্ত্রিতদের দ্বারা শুধুমাত্র বসন্ত বন্দনা আয়োজন করা হয়েছিল। গত বছর, প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হওয়ার পর প্রথম বসন্ত উৎসবে বহিরাগতদের অনুমতি দেওয়া হয়নি।
বিশ্বভারতীর জনসংযোগ কর্মকর্তা অতিগ ঘোষ বলেন, “সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১১ মার্চ বসন্ত উৎসব আয়োজন করা হবে এবং শুধুমাত্র ছাত্র, শিক্ষক, প্রাক্তন ছাত্র এবং আশ্রমিকরা এতে অংশগ্রহণ করতে পারবেন।”
আরও পড়ুনঃ TRP দখল করেও পুড়ল কপাল! অল্প দিনেই বন্ধ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল
এদিকে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকারী সংস্থা কর্মী মণ্ডলীর যুগ্ম সম্পাদক দেবাশীষ রায় বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বসন্ত উৎসব আয়োজন করব । তবে জনসাধারণের জন্য বিশ্বভারতীর দরজা বন্ধ থাকবে। অনুষ্ঠানটি ১০ মার্চ সন্ধ্যায় শুরু হবে। ১১ মার্চ শান্তিনিকেতন থেকে মিছিল শুরু হবে এবং গৌর প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভিবি পরিবারের কেউই বসন্ত উৎসবকে জনসাধারণের অনুষ্ঠান হিসেবে আয়োজন করতে চায় না। এতে প্রায়ই নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হয়।”
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |