সৌভিক মুখার্জী, কলকাতা: শারদ উৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। মহালয়ার আগের দিনই হাতিবাগান সর্বজনীন পুজোর প্যান্ডেল উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে তিনি জানিয়ে দিলেন যে, মহালয়ের আগে তিনি কোনও মাতৃমূর্তি উদ্বোধন করেন না, শুধুমাত্র প্যান্ডেলের উদ্বোধনই করেন।
উল্লেখ্য, শনিবার বৃষ্টিভেজা সন্ধ্যাবেলা মুখ্যমন্ত্রী হাজির হয়েছিলেন হাতিবাগান সর্বজনীন পূজা মন্ডপে। তাঁর সঙ্গে স্থানীয় বিধায়ক অথিন ঘোষও ছিলেন। উদ্বোধনের আগেই মমতা বলেছেন, আমি কেবলমাত্র মন্ডপের উদ্বোধন করছি। এরপর মঞ্চ উঠে তিনি উপস্থিত সকলকে শারদ শুভেচ্ছা জানিয়েছেন এবং মনে করিয়ে দেন যে, মহালয়া মানে দেবীপক্ষের সূচনা। তাই মাতৃমন্দির উদ্বোধন কেবলমাত্র ওইদিন থেকেই হবে।
টানা কয়েকদিন ধরেই হবে পুজো উদ্বোধন
এদিকে প্রতিবছরই মহালয়ার আগে একাধিক মন্ডপ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ বছরও তার উল্টো হচ্ছে না। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহে প্রায় তিন ডজনরে বেশি পুজোর উদ্বোধন করবেন। আগামীকাল অর্থাৎ রবিবার তিনি যাবেন নাকতলা উদয়ন সংঘ, ৯৫ পল্লি, যোধপুর পার্ক, বাবুবাগান ও চেতলা অগ্রণীতে। ২২ সেপ্টেম্বর যাবেন আলিপুর সর্বজনীন, চেতলা কোলাহল গোষ্ঠী, বেহালা নতুন দল, বড়িশা, হরিদেবপুর ৪১ পল্লি, অজেয় সংহতি, বসুপুর তালবাগান, বসুপুর শীতলা মন্দির, গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব ও কালীঘাট মিলন সংঘে। ২৩ সেপ্টেম্বর যাবেন মুদিয়ালি, শিবমন্দির, সমাজসেবী, বালিগঞ্জ কালচারাল, ত্রিধারা, ৬৬ পল্লি, বডামতলা, আদি বালিগঞ্জ, একডালিয়া ও সিংহী পার্কে।
আরও পড়ুনঃ আমেরিকায় চাকরি পেতে খসাতে হবে ৮৮ লক্ষ টাকা! H-1B ভিসা নিয়ে নয়া নির্দেশনা ট্র্যাম্পের
তবে পূজা উদ্বোধনে উৎসবে আবারও চিন্তার ভাঁজ ফেলছে বৃষ্টি। হাতিবাগানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অযথা ভিজবেন না, সাবধানে থাকুন। হাওয়া অফিস জানিয়েছে, মহালয়ার সকালবেলা আকাশে আংশিক মেঘলা দেখা যেতে পারে। দুপুরের পর থেকে আবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু বৃষ্টি যতই বাধা হয়ে দাঁড়াক না কেন, পুজো উদ্বোধন শুরু হয়ে যাওয়ায় বহু মানুষ আগে থেকেই মন্ডপে ভিড় জমতে পারে।