প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিঘায় (Digha) জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। আর এই নিদর্শন চাক্ষুষ করতে প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটছে। কিন্তু প্রভু দর্শনের মাঝেই দেখা গেল মন্দির চত্বরে পান, গুটকার পিক ফেলা হচ্ছে। তাই পুণ্যার্থীদের এই ধরনের কাজে বাধা দিতে প্রশাসনের পক্ষ থেকে এক জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জরুরী বৈঠক প্রশাসনিক মহলে!
প্রশাসনিক রিপোর্ট সূত্রে জানা গিয়েছে গত মঙ্গলবার DSA অফিসে দিঘায় পরিচ্ছন্নতা নিয়ে এক উচ্চমানের মিটিং হয়। সেখানে সামগ্রিক পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ ধরে বৈঠক করেন হিডকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী, জেলাশাসক পূর্ণেন্দু মাজী, সকল অতিরিক্ত জেলাশাসক, ডিএসডিএ অফিসার, হোটেল মালিক ও ব্যবসায়ী সংগঠন, নুলিয়া সহ আরও অনেকে। আর এবার দিঘাকে প্লাস্টিক ও থার্মোকল মুক্ত করার জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। আগামী ১ জুন থেকেই বদলে যাচ্ছে একাধিক নিয়ম। জানা গিয়েছে দিঘায় আর যেখানে সেখানে ফেলা যাবে না জঞ্জাল, পান কিংবা গুটকার পিক।
প্লাস্টিকের ব্যবহার বন্ধ দিঘায়!
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, আগামী ১ জুন থেকে দিঘাতে প্লাস্টিক ব্যবহার করা হতে চলেছে। যত্রতত্র ফেলা যাবে না প্লাস্টিকের তৈরি কোনও বস্তু যেমন, চায়ের কাপ, খালি বোতল বা খাবারের প্যাকেট। এমনকি কাউকে ফেলতে দেখলেই কড়া শাস্তি দেওয়া হবে। এদিন প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই মুহূর্তে দিঘাকে ১০টা জোনে ভাগ করা হচ্ছে। আর এই দশটা জনেই ভাল করে নজরদারি চালাবে পুলিশ এবং গ্রিন গার্ড। তার আগে ৩১ মে পর্যন্ত চলবে সচেতনতা মূলক প্রচার। ওল্ড ও নিউ দিঘাতে যে সমস্ত হোটেল রয়েছে সেখানেও যাতে নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার না করা হয় সেব্যাপারে সতর্ক করা হবে।
জানা গিয়েছে সমুদ্র সৈকতে আপাতত ৪৬ জন গ্রিন গার্ড থাকবেন। তাঁরা প্লাস্টিকের কিছু পড়ে থাকতে দেখলেই তা কুড়িয়ে ফেলবেন। ভবিষ্যতে দরকার পড়লে আরো গ্রিন গার্ডের ব্যবস্থা করবে সরকার। প্রত্যেকটি জোনে নির্দিষ্ট ডাস্টবিন দেওয়া থাকবে সেগুলিকেই ব্যবহার করতে হবে। সমস্ত বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ডেও এই ধরনের ডাস্টবিন থাকবে। সেখানে যাবতীয় বর্জ্য ফেলতে হবে। অন্যদিকে দিঘাতে যে সমস্ত রেস্তরাঁ রয়েছে সেখানেও প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা যাবে না। দোকানগুলিতেও রাখা যাবে না প্লাস্টিকের ব্যাগ।
আরও পড়ুন: উত্তরবঙ্গের ৬ জায়গা থেকে দিঘার উদ্দেশ্যে ছুটবে বাস, জানুন ভাড়া ও রুট সম্পর্কে
মন্দির চত্বর পরিষ্কার রাখার পরামর্শ প্রশাসনের
প্রশাসনের তরফে জানানো হয়েছে দিঘার সমস্ত বাসে চট কিংবা কাপড়ের ব্যাগ রাখতে হবে। বাসের মধ্যে কোথাও যেন প্লাস্টিক ছড়ানো না থাকে। পর্যটকদের চটের ব্যাগ দেবেন হোটেল কর্তৃপক্ষ। এছাড়াও যে সমস্ত ঝিনুকের সামগ্রী সৈকতের কাছে বিক্রি করা হয় সেখানেও প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা যাবে না। দিঘাজুড়ে স্টেশন, বাসস্টপ, অটো ও টোটো স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় সবুজ ও নীল রংয়ের দু’টি করে ডাস্টবিন বালতি রাখা হবে। তবে প্লাস্টিক ব্যবহার বন্ধ করা ছাড়াও জগন্নাথ মন্দির চত্বরে পান ও গুটকার পিক ফেলা নিষিদ্ধ করা হচ্ছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।