কোনও গাড়ি ঢুকতে পারবে না দিঘায়, হেঁটে যেতে হবে বিশ্ববাংলা গেট থেকে

Published on:

digha biswa bangla gate

প্রীতি পোদ্দার, কলকাতা: খুব শীঘ্রই বহু প্রতীক্ষিত দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) উদ্বোধন হতে চলেছে। একের পর এক বাধা পেরিয়ে অবশেষে দিঘায় বসবাসকারী স্থানীয়রা পেল পুরীর মত তাদের নিজস্ব জগন্নাথ দেবের মন্দির। তাই সকলেই বেশ উত্তেজিত। তবে শুধু দিঘার জগন্নাথ দেবের মন্দির নয় এবার আরও এক বহু প্রতীক্ষিত প্রতিষ্ঠান উদ্বোধনের তোড়জোড় করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল এক সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনের দিনক্ষণ এবং সময়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কবে চালু হবে কালীঘাট স্কাইওয়াক?

গতকাল অর্থাৎ সোমবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিলেন। সেখানে কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনের দিনক্ষণ নিয়ে সরাসরি প্রকাশ করলেন কিছু জরুরী তথ্য। তিনি জানিয়েছেন, আর অপেক্ষা নয়, আগামী ১৪ এপ্রিল কালীঘাটের স্কাইওয়াক উদ্বোধন হতে চলেছে। দক্ষিণেশ্বরের পরে দক্ষিণ কলকাতার এই মন্দিরের সঙ্গেও যুক্ত হতে চলেছে স্কাইওয়াক। এছাড়াও সেই বৈঠকে দিঘায় নির্মীয়মাণ জগন্নাথ মন্দিরের উদ্বোধনে কী কী নিয়ম মানতে হবে, তা নিয়েও কিছু নিয়ম বিধি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।

কোনো প্রাইভেট গাড়ি রাখার অনুমতি নেই!

আসলে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ১৪৪ বছরের মহাকুম্ভে স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে বেশ সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি এই মহাকুম্ভকেএস মৃত্যুকুম্ভ বলেও আখ্যা দিয়েছিলেন। যদিও তা নিয়ে যোগী আদিত্যনাথ এর কাছে কটাক্ষ শুনতে হয়েছে। তবে পদপিষ্ট হওয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকার এক বড় পদক্ষেপ নিতে চলেছে। জানা গিয়েছে এবার দিঘায় জগন্নাথ ধর্মে উদ্বোধনের সময় কোনো প্রাইভেট গাড়ি আনতে পারবে না পুণ্যার্থীরা। গতকালের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, ‘‘আমি কোনও রকম ভিড় চাই না। কারণ অত্যাধিক ভিড় হলেই পদপিষ্ট হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। তাই ওইদিন কোনো গাড়ি রাখার অনুমতি দেব না। আগামী ২৯ এপ্রিল যজ্ঞ করে বিগ্রহ স্থাপন হবে। এবং ৩০ এপ্রিল আনুষ্ঠানিক উদ্বোধন হবে।’’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২৮ তারিখের পরে যাঁরা দিঘায় পৌঁছোবেন, তাঁদের দিঘা গেট থেকে হেঁটে যেতে হবে। বড়জোর তাঁরা বাস পেতে পারেন। কিন্তু কোনও ব্যক্তিগত গাড়িকে দিঘা গেট পার করতে দেওয়া হবে না। আশা করা যাচ্ছে উদ্বোধনের দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে ঘিরে রেকর্ড সংখ্যক ভিড় হবে বলে মনে করছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। তাই অনিয়ম ঠেকাতে দিঘাকে একাধিক জোনে ভাগ করে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

আরও পড়ুনঃ ইলন মাস্ককে টেক্কা? এবার মহাকাশে নজর গৌতমের, শীঘ্রই লঞ্চ হবে আদানির রকেট

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group