আরও তাড়াতাড়ি শুরু হবে পরিষেবা, সোমবার থেকে এয়ারপোর্ট মেট্রো ট্রায়াল

Published on:

noapara to airport metro trial run to start from monday 16th december

পার্থ সারথি মান্না, কলকাতাঃ রাজ্যবাসীর জন্য শীঘ্রই মিলতে পারে সুখবর। দীর্ঘদিন ধরেই এয়ারপোর্ট পর্যন্ত কলকাতা মেট্রো  (Noapara-Airport Metro) চালু হওয়ার অপেক্ষায় রয়েছেন সকলে। হলুদ লাইনের কাজ নিয়ে এবার বড়সড় আপডেট পাওয়া গেল যেটা খুবই ইতিবাচক। সব ঠিক থাকলে নতুন বছরের প্রথমার্ধেই চালু হতে পারে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো সার্ভিস।

ইয়োলো লাইন নিয়ে বড় আপডেট দিল কলকাতা মেট্রো

WhatsApp Community Join Now

যেমনটা জানা যাচ্ছে আগামী ১৬ ই ডিসেম্বর থেকেই নাকি শুরু হতে চলেছে হলুদ লাইনের ট্রায়াল রান। হ্যাঁ ঠিকই দেখছেন, নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট (জয়হিন্দ) স্টেশন পর্যন্ত ৭ কিমি লাইনের ট্রায়াল শুরু হচ্ছে। সব ঠিক থাকলে আগামী মার্চ ২০২৫ নাগাদ চালু হতে পারে সার্ভিস।

একবার এই লাইন চালু হয়ে গেলে যাত্রীরা নোয়াপাড়া হয়ে এয়ারপোর্ট পর্যন্ত অনায়াসে যাত্রা করতে পারবেন। তাছাড়া ইয়োলো লাইনের সাহতে ব্লু লাইন ও গ্রীন লাইন জুড়ে যাবে যার ফলে গোটা কলকাতা শহরের বেশিরভাগ জায়গায় দ্রুত ও কম খরচে পৌঁছে যাওয়া যাবে।

শুরু হচ্ছে এয়ারপোর্ট মেট্রোর ট্রায়াল রান

ট্রায়াল রান শুরু হওয়ার আগে অবশ্য কিছু পক্রিয়া বাকি রয়েছে। আজ অর্থাৎ শনিবার প্রি ট্রায়াল নেওয়া হবে। যাতে ১৬ই ডিসেম্বর বা সোমবার ঠিকঠাকভাবে ট্রায়াল সম্পন্ন হতে পারে। ইয়োলো লাইনে কর্মরত এক ইঞ্জিনিয়ারের মতে, সম্ভবত নোয়াপাড়া থেকে একটি রেক নিয়ে হয়তো এয়ারপোর্ট বা জয় হিন্দ স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া হবে লাইনের সবকিছু ঠিক আছে কি না চেক করার জন্য। আমরা সোমবারের ট্রায়ালের দিনে কোনোরকম ত্রুটি হোক সেটা চাই না।

মূলত দমদম ক্যান্টনমেন্ট ও জয়হিন্দ স্টেশনেই ট্রায়াল হবে। নোয়াপাড়া থেকে দমদমক্যান্টনমেন্ট পর্যন্ত ৩ কিমি লাইনের জন্য ইতিমধ্যেই CRS এর ছাড়পত্র মিলেছে। তবে সেটা লঞ্চ না করে আরও ১ কিমি বাড়িয়ে এয়ারপোর্ট পর্যন্ত সম্প্রসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে।

কাজের গতিবিধির উপর নজর রাখছেন জিএম

বিগত ২৬শে নভেম্বর তারিখেই পরিদর্শনে এসেছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। কাজের গতিপ্রকৃতি চেকিং করার পর তিনি  জানান ইয়োলো লাইনের সিভিল, ইলেকট্রিকাল, সিগনালিং ও টেলিকমিউনিকেশনের কাজ বেশ সন্তোষজনক।

সঙ্গে থাকুন ➥
X