৪০ বছর পূর্তি উপলক্ষে নয়া উদ্যোগ কলকাতা মেট্রোর, ফের নামছে নন AC রেক! কোন রুটে চলবে?

Published on:

kolkata metro non ac rake

শ্বেতা মিত্র, কলকাতাঃ দেখতে দেখতে ৪০ বছর পার করে ফেলল কলকাতা মেট্রো (Kolkata Metro)। এদিকে যত সময় এগোচ্ছে ততই একের পর এক মেট্রো রুট শুরু হচ্ছে কলকাতায়। যার জেরে উপকৃত হচ্ছেন বহু মানুষ। এখন বাস, ট্রেনের পাশাপাশি এই মেট্রো ব্যবস্থাও বহু মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। শুক্রবার কলকাতা মেট্রো রেলওয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। আর এই বিশেষ সময়ে শহরবাসীকে দারুণ চমক দিল কলকাতা মেট্রো। ফিরছে নন এসি রেক। হ্যাঁ ঠিকই শুনেছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ফিরছে নন এসি মেট্রো রেক | Kolkata Metro Non AC Rake |

গত ২০২১ সালে কলকাতা মেট্রোর ইতিহাস থেকে এক কথায় চিরতরে বিদায় নেয় নন এসি মেট্রো রেক। এখন সব ট্রেনই এসি করে দেওয়া হয়েছে। তবে চিন্তা নেই, নতুন করে সকলেই সেই নস্টালজিয়া ফিরিয়ে আনতে চলেছে কলকাতা মেট্রো। নোয়াপাড়া রুটে নতুন করে নন এসি মেট্রো রেককে নতুন করে চলতে দেখা যাবে বলে মেট্রো সূত্রে খবর।

কোন রুটে ছুটবে নন এসি রেক?

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কোন রুটে এই বিশেষ ব্যবস্থা দেখা যাবে? তাহলে জানিয়ে রাখি, মহানায়ক উত্তরকুমার থেকে ময়দান পর্যন্ত চলবে এই নন এসি রেক। মূলত নন এসি রেকে চড়ার সেই আগের অভিজ্ঞতা পাওয়ার জন্যই এই বিশেষ উদ্যোগ। এটি আপাতত নোয়াপাড়া কারশেডে রয়েছে। জানা যাচ্ছে, নতুন রেকটিকে একদম নববধূর সাজে সাজিয়ে তোলা হচ্ছে। আজ মঙ্গলবার এই নন এসি রেককে ফের ট্র্যাকে নামানো হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ শিয়ালদা, কলকাতা থেকে দার্জিলিং এক্সপ্রেস, পদাতিক সহ একাধিক ট্রেনের সময় বদলাল পূর্ব রেল

উল্লেখ্য, ভারতের প্রথম মেট্রো ব্যবস্থা হিসাবে, এটি প্রাথমিকভাবে এসপ্ল্যানেড থেকে ভবানীপুর (বর্তমানে নেতাজী ভবন) পর্যন্ত ৩.৪ কিলোমিটার প্রসারিত হয়েছিল। বর্তমানে এটি ৫৮.৬ কিলোমিটার নেটওয়ার্কে প্রসারিত হয়েছে, প্রতিদিন প্রায় ৭ লক্ষ যাত্রীকে পরিষেবা প্রদান করে আসছে। ভবিষ্যতের পরিকল্পনার মধ্যে রয়েছে বিমানবন্দর, রাজারহাট, নিউ টাউন, বারাসত এবং হাওড়া ও শিয়ালদহকে সংযুক্ত করে মেট্রো সম্প্রসারণ করা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group