সৌভিক মুখার্জী, কলকাতা: এক রাতের বৃষ্টিতেই সব ওলট-পালট হয়ে গেলে উত্তরবঙ্গে (North Bengal)। পাহাড় থেকে সমতল, সব জায়গায় এখন শুধু জল আর ভাঙ্গন। চারিদিকে শুধু ধু ধু করছে বিপর্যয়ের ছবি। আলিপুর আবহাওয়া দপ্তর আগে থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছিল। তবে সেই আশঙ্কার প্রমাণ মিলল শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত।
হয়েছে ১৭ জনের প্রাণহানি
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ভয়াবহ এই বৃষ্টির তাণ্ডবে ইতিমধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে। এমনকি প্রশাসনের একাধিক সূত্র মারফৎ খবর, পরিস্থিতি যেভাবে খারাপ হচ্ছে, তাতে মৃতের সংখ্যা নাকি আরও বাড়তে পারে। দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, প্রায় সব জেলাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। তিস্তার জলস্তর ছাড়িয়ে গিয়েছে বিপর্যস্ত সীমার থেকে।
এদিকে তিস্তা ব্যারেজের কাছে ২৯ মাইল ভালুখোলায় নদীর জল উঠে ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। এমনকি মিরিক ও দুধিয়ার মাঝের লোহার সেতুর একাংশ ভেঙে যাওয়ার ফলে শিলিগুড়ি থেকে মিরিকের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। দার্জিলিং শহরের সঙ্গে যোগাযোগও পড়েছে বাধা।
বাতিল একাধিক ট্রেন
এই ভারী বৃষ্টির জোরে আলিপুরদুয়ার জেলায় একাধিক রেলপথ জলমগ্ন। রেললাইনের উপর দিয়েও বইছে জল। আর এই অবস্থায় উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে জানানো গিয়েছে, নিরাপত্তার স্বার্থে রবিবার তিনটি ট্রেন বাতিল করা হচ্ছে। তালিকায় রয়েছে নিউ জলপাইগুড়ি – আলিপুরদুয়ার – নিউ জলপাইগুড়ি যাত্রী স্পেশাল ট্রেন, ধুবড়ি – শিলিগুড়ি ডেমু এবং শিলিগুড়ি – বামনহাট এক্সপ্রেস
পরিবর্তন হয়েছে তিনটি এক্সপ্রেস রুটের
এদিকে আবহাওয়া পরিস্থিতি আর ট্রাক রক্ষণাবেক্ষণের জন্য পরিবর্তন করা হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের রুট। সেই পরিবর্তিত রুটের তালিকায় রয়েছে শিয়ালদা – আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আলিপুরদুয়ার – দিল্লি মহানন্দা এক্সপ্রেস এবং কামাখ্যা – ডক্টর আম্বেদকর নগর এক্সপ্রেস।
আরও পড়ুনঃ “পর্যটকদের অতিরিক্ত ভাড়া দিতে হবে না!” আগামীকাল উত্তরবঙ্গে যাওয়ার আগে নির্দেশ মমতার
পাশাপাশি দুটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে আলিপুরদুয়ার – শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, যেটি এখন বিন্নাগুড়ি পর্যন্ত যাবে। আর শিলিগুড়ি – ধুবড়ি ডেমু, যেটি গুলমা পর্যন্ত যাবে। কিন্তু হ্যাঁ, হাওড়া বা শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেন পরিষেবা আপাতত স্বাভাবিক রয়েছে।