৩ দিন বন্ধ জাতীয় সড়ক, ঘুরপথে যাত্রায় বেড়েছে খরচও, উত্তরবঙ্গে নাজেহাল পর্যটকেরা

Published:

10 Number National Highway
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: গরমের ছুটি পড়ে গিয়েছে। আর সেই ছুটি দারুণভাবে উপভোগ করতে সকলেই ছুটছে পাহাড়ে। কিন্তু এই ভরা মরশুমেও কপালে ভাঁজ সিকিমের হোটেল এবং রেস্তোরাঁর মালিকদের। কারণ আজ থেকেই শুরু হতে চলেছে ১০ নম্বর জাতীয় সড়ক (National Highway 10) মেরামতির কাজ। যার ফলে পর্যটকদের সংখ্যা অনেকটাই কমতে চলেছে।

আজ থেকেই শুরু কাজ!

জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার থেকে পর্যায়ক্রমে তিনদিন ন’ঘন্টা করে মেরামতের জন্য বন্ধ থাকবে ১০ নম্বর জাতীয় সড়ক। আগামী ১৯ মে পর্যন্ত একদিন ব্যবধানে এই নির্দেশ বহাল থাকবে। অর্থাৎ একদিন অন্তর সকাল ন’টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত পুরোপুরি যান চলাচল বন্ধ রেখে তিনদিন জাতীয় সড়ক মেরামতের কাজ চালনা করা হবে। সম্প্রতি এই নিয়ে বিস্তারিত বিবরণ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ্যে এনেছে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন।

বিজ্ঞপ্তি প্রকাশ ডেভেলপমেন্ট কর্পোরেশনের

ডেভেলপমেন্ট কর্পোরেশন বিজ্ঞপ্তিতে এদিন স্পষ্ট জানানো হয়েছে যে প্রথম দফায় ৯ মে থেকে ১১ মে এবং দ্বিতীয় দফায় ১৩ মে থেকে ১৫ মে পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়কের সেবক থেকে রংপো পর্যন্ত ৫২ কিলোমিটার দীর্ঘ অংশ বন্ধ রেখে কাজ চলবে। সেই জন্য রাস্তা সকাল ৫টা থেকে সকাল ৭টা, সকাল ৮টা থেকে সকাল ১০টা, সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং বিকেল ২টা থেকে বিকেল ৪টা , বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ থাকবে। আর এই এক ঘন্টা ছাড়ের সময় শুধুমাত্র পর্যটকদের গাড়ি যাতায়াত করার পারমিশন দেওয়া হবে। কিন্তু ১৫ মে, ১৭ মে এবং ১৯ মে সকাল ন’টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কোনও ছাড় থাকছে না।

মহা বিপদে হোটেলের মালিকরা

বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে যে প্রশাসনের তরফে ১৫ মে, ১৭ মে এবং ১৯ মে বিকল্প পথ হিসাবে গরুবাথান হয়ে যান চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে এই সিদ্ধান্তে ব্যাপক সমস্যায় পড়েছে সেখানকার মানুষ। কারণ এই ১০ নম্বর জাতীয় সড়কই হল শিলিগুড়ি ও সিকিমের যোগাযোগের অন্যতম প্রধান পথ। তার উপর এইসময় সিকিমে ভরা পর্যটন মরশুম। সেক্ষেত্রে রাস্তা বন্ধের কারণে পর্যটকরা বুকিং বাতিল করছেন। আর তাতেই কপাল চাপরাচ্ছেন সেখানকার হোটেল অ্যান্ড রেস্তোরাঁ ওনার্স অ্যাসোসিয়েশন। কবে এই দুর্যোগের কাটা পুরোপুরি উপড়ে যাবে সেই দিনের অপেক্ষায় সকলে।

আরও পড়ুন: মাত্র ১ টাকাতেই কেল্লাফতে! ফ্রিতে মিলবে Amazon Prime, দারুণ অফার Jio-র

অন্যদিকে সড়ক মেরামতের কাজের মধ্যেই পুরোদস্তুর বৃষ্টি চলছে সেখানে। যার দরুন কাজের বেশ ব্যাঘাত ঘটছে। এদিকে কাজের দ্রুততার জন্য এবং পর্যটন শিল্পের মারাত্মক ক্ষতি হওয়ার কারণে সিকিম হোটেল এবং রেস্তরাঁ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সেখানকার রাজ্যপাল এবং সিকিমের মুখ্য সচিবের সঙ্গেও দেখা করে রাতে মেরামতের কাজ করার আর্জি রেখেছেন। কিন্তু সেই আর্জিতে সাড়া দেয়নি ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join