২০২৫-এই এক ট্রেনে হাওড়া টু সিকিম? সেবক-রাংপো লাইন নিয়ে নয়া আপডেট দিল রেল

Published on:

sebok rongpo rail project status update

পার্থ সারথি মান্না, কলকাতাঃ কাজের ব্যস্ততা থেকে মুক্তি পেতে ছুটি পেলেই ঘুরতে যেতে চায় সকলেই। আর বাঙালির ঘুরতে যাওয়ার পছন্দের জায়গার মধ্যে উত্তরবঙ্গ, সিকিম অনেকেরই প্রিয় ডেস্টিনেশন। হাওড়া থেকে ট্রেন ধরে খুব সহজে আর অল্প খরচেই উত্তরবঙ্গ, সিকিমে পৌঁছে যাওয়া যায়। তবে এখনও পর্যন্ত সিকিম যেতে হলে NJP স্টেশনে নেমে তারপর গাড়িতে সিকিমে যেতে হত। তবে এবার আর সেই সমস্যা আর থাকছে না।

আরও সহজ সিকিম যাত্রা

খুব শীঘ্রই হাওড়া থেকে এক ট্রেনেই সোজা সিকিম যাওয়া যাবে বলে খবর পাওয়া যাচ্ছে। ভারতীয় রেলের তরফ থেকে নতুন ট্রেন লাইন পাতার কাজ শুরু হয়েছে। রংপো থেকে গ্যাংটক পর্যন্ত রেললাইনের জন্য ইতিমধ্যেই সমীক্ষাও করা হয়ে গিয়েছে। ডিপিআর তৈরির কাজ প্রায় শেষের পথে, আসা করা হচ্ছে আগামী বছরের শেষের দিকেই উদ্বোধন হয়ে যেতে পারে।

সিকিম থেকে ট্রেনে চেপেই সোজা গ্যাংটক

সেবক থেকে রংপো পর্যন্ত রেললাইনের কাজ চলছে। এই কাজ হয়ে গেলেই সিকিম যাত্রা আরও সহজ হয়ে যাবে। যেমনটা জানা যাচ্ছে, ২০২৫ সালের শেষের দিকে কিংবা ২০২৬ সালের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। তাহলেই ট্রেন যাত্রা চালু করে দেওয়া হবে। এর ফলে পর্যটকেরা আরও সহজে পছন্দের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। আর কম খরচেই পৌঁছাতে পারবেন, কারণ ভাড়া গাড়ির তুলনায় ট্রেনের টিকিট তুলনামূলকভাবে অনেকটাই সস্তা।

আগামী বছরেই রংপো থেকে গ্যাংটক রেলপথ

বর্তমানে সিকিমের একমাত্র রেল স্টেশন রয়েছে সেটি হল রংপো। তবে খুব শীঘ্রই রেল প্রকল্পের কাজ শেষ হলে গ্যাংটক পর্যন্ত লাইন চালু হয়ে যাবে। এর জন্য জোর কদমে চলছে কাজ। জানা যাচ্ছে সেবক থেকে রংপো পর্যন্ত মোট ১৪টি টানেল থাকছে। এমনকি ছোট বড় মিলিয়ে প্রায় ২২টির মত ব্রিজ থাকছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥