প্রীতি পোদ্দার, নিউ জলপাইগুড়ি: ২০২৪ শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। আর তারপরেই আরও এক ইংরেজি নববর্ষের আগমন হতে চলেছে। আর এই হালকা শীতের আমেজ আরও ভালো করে উপভোগ করতে সকলে বেরিয়ে পড়ে ছুটি কাটাতে। বেশিরভাগ পর্যটক ছোটে পাহাড়ের মেজাজ উপভোগ করতে। শুরুটা পাহাড়ের কোলে কাটাবেন বলে বেরিয়ে পরে একাংশ। বরাবর উত্তরবঙ্গের গেটওয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে উত্তরবঙ্গের বিভিন্ন দিকে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়।
ভাড়া নিয়ে চালকদের সঙ্গে ক্ষোভ পর্যটকদের
এনজেপি স্টেশনের বাইরে পা দিলেই পাহাড়ের বিভিন্ন দিকে যেতে পর্যটকদের কার্যত ঘিরে ধরে গাড়িচালকরা। তবে অনেক ক্ষেত্রেই গাড়ি ভাড়া নিয়ে কম-বেশি ক্ষোভ থাকে পর্যটকদের। নাছোড়বান্দা চালকদের কাছে আত্মসমর্পণ করতেই হয় শেষে। তবে এবার প্রাইভেট গাড়ির চালকদের মুখাপেক্ষী হয়ে থাকার দিন শেষ। কারণ এবার সেই মুশকিল আসানে এগিয়ে এল ট্যাক্সিবাস।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফে বিশেষ উদ্যোগ
নিউ জলপাইগুড়ি বা এনজিপি স্টেশন থেকে বাইরে পা রাখতেই এখন পর্যটকদের জন্য অপেক্ষা করবে ঝা চকচকে ট্যাক্সিবাস। এক্ষেত্রে পর্যটকদের বেশি ভাড়া নিয়ে কোনো চিন্তা নেই। কারণ এই পরিষেবা দেওয়া হচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে। তাই ভাড়া নিয়ে দরদামের কোনও সুযোগই নেই। শৈলশহর দার্জিলিং, মিরিক, কার্শিয়াংয়ে পর্যটকদের পৌঁছে দেবে নিগমের ট্যাক্সি বাস। বুকিং শুরু হতেই উপচে পড়ছে পর্যটকদের ভিড়। এর পাশাপাশি শিলিগুড়ি–কলকাতা ও কোচবিহার–শিলিগুড়ি এসি বাস পরিষেবাও ফের চালু করছে নিগম। আগামী ১৫ ডিসেম্বর থেকে এই পরিষেবা শুরু হচ্ছে।
বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল এসি বাসগুলো। এবার সেই বাসগুলিকে ফের পথে নামানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিএসটিসি। শিলিগুড়ি থেকে কলকাতা এবং কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত এই বাস চলবে। এর জন্য পাঁচটি এসি বাস বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি কোচবিহার থেকে শিলিগুড়ি পর্যন্ত এসি বাস পরিষেবাও চালু হচ্ছে। চলতি মাসে কোচবিহার থেকে অফিস টাইমে শিলিগুড়ি পর্যন্ত এসি বাস চলাচল শুরু হবে। সকাল আটটায় কোচবিহার থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে এই বাস ছাড়বে।
বাস বুকিংয়ের খরচ পর্যটকদের আওতায়
কোনও একটি পরিবার চাইলে ৩০ সিটের বাসের সবটাই বুক করে নিতে পারে। এছাড়া কয়েকটি পরিবার মিলেও সেই বাস বুক করা যেতে পারে। এনজেপি স্টেশনের বাইরে ছাড়াও শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকেও এই ট্যাক্সি-বাস পরিষেবা মিলবে। এই বাস বুকিংয়ের খরচ পড়বে ৮ হাজার টাকা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই এই প্রসঙ্গে বলেছেন, ‘ আগামী ২৫ ডিসেম্বর থেকে ইংরেজি নতুন বছর–সহ গোটা জানুয়ারি মাসজুড়ে উত্তরবঙ্গে বেড়াতে আসেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন। তাঁদের কথা মাথায় রেখেই ট্যাক্সি বাস পরিষেবা জোরদার করবার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কোচবিহার ও শিলিগুড়ি থেকে এসি বাস পরিষেবা ফের চালু করা হচ্ছে।’
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |