মিলবে ২৫০০০-রও বেশি, বাংলার সরকারি কর্মীদের জন্য খুশির খবর, জারি নয়া বিজ্ঞপ্তি

Published on:

mamata government employee

শ্বেতা মিত্র, কলকাতাঃ DA বা মহার্ঘ্য ভাতা (Dearness allowance) নিয়ে বাংলায় জট কিছুতেই কাটতে চাইছে না। একদিকে যখন কেন্দ্র থেকে শুরু করে অন্যান্য রাজ্য সরকারি কর্মীদের ডিএ ও অন্যান্য ভাতার পরিমান বাড়িয়ে চলেছে সেখানে বাংলার সরকারি কর্মীদের কপালে জুটেছে হরি মটর। তবে আর চিন্তা নয়, কারণ এবার নবান্নের অর্থ দফতরের তরফে এমন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যার পরে সকলের মুখে এক চিলতে হাসি ফুটে উঠেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আপনার অ্যাকাউন্টেও ঢুকতে পারে ২৫৩৫৯.৩৬ টাকা মতো। হ্যাঁ ঠিকই শুনেছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিজ্ঞপ্তি জারি রাজ্যের

এখন আপনার নিশ্চয় ভাবছেন যে রাজ্য সরকারের তরফে কী এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে? তাহলে জানিয়ে রাখি, গত ৬ আগস্ট রাজ্য সরকারি কর্মীদের গ্রুপ ইনস্যুরেন্স সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিটি জারি করা হয়। আর এক্ষেত্রে অনেকেই কেন্দ্রের ছায়া দেখতে পাচ্ছেন।

আসলে নয়া বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রুপ ইনস্যুরেন্সের অধীনে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য সুযোগ সুবিধার বিষয়টি প্রকাশ করা হয়েছে। অনেকেই হয়তো জানেন না যে প্রত্যেক রাজ্য সরকারি কর্মীর বেতন থেকেই গ্রুপ ইনস্যুরেন্সের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কাটা হয়ে থাকে। পরবর্তীকালে সংশ্লিষ্ট রাজ্য সরকারি কর্মী অবসর গ্রহণ করলে সেই গ্রুপ ইনস্যুরেন্স বাবদ টাকা পেয়ে থাকেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

নতুন বছরেই ঢুকবে টাকা?

অনেকেই ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন যে টাকা কবে অ্যাকাউন্টে ক্রেডিট হবে? রাজ্যের অর্থ দফতরের তরফে এই গ্রুপ ইনস্যুরেন্সে ১ নভেম্বর থেকে ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত কত টাকা সুদ দেওয়া হবে সেই সংক্রান্ত বিস্তারিত টেবিল প্রকাশ করেছে। জিপিএফ-এর সুদের হারের সমান সুদ দেওয়া হয় গ্রুপ ইনস্যুরেন্সে। এই আবহে বর্তানে ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে গ্রুপ ইনস্যুরেন্সে। এদিকে টেবিল অনুযায়ী, ১০ টাকা সাবস্ক্রিপশনের হিসেবে কোনও রাজ্য সরকারি কর্মী যদি ১৯৮৭ সালে চাকরিতে যোগ দিয়ে থাকেন এবং ২০২৪ সালের ডিসেম্বরে অবসর গ্রহণ করতে চলেছেন, তাহলে গ্রুপ ইনস্যুরেন্স বাবদ তিনি ২৫ হাজার ২০৪.১১ টাকা পাবেন। আর তিনি ২০২৫ সালের জানুয়ারিতে অবসর নিলে পাবেন ২৫৩৫৯.৩৬ টাকা।

কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে?

জন্মসাল অনুযায়ী কর্মীদের ব্যাঙ্কে কত টাকা ঢুকবে সেটা নির্ভর করবে। যেমন ১৯৮৮ সালে কাজে যোগ দেওয়া সরকারি কর্মী এই ডিসেম্বরে অবসরে গেলে ২২৫৩৫.৬৯ টাকা পাবেন, ১৯৮৯ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ২০১২১.৯২ টাকা, ১৯৯০ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১৭৯৭৩.৫৬ টাকা, ১৯৯১ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১৬০৬৩.৭০ টাকা, ১৯৯২ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১৪৩৬৯.০৪ টাকা, ১৯৯৩ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১২৮৬৮.০৫ টাকা, ১৯৯৪ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১১৫২৮.৪৬ টাকা, ১৯৯৫ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১০৩৩৯.৫১ টাকা, ১৯৯৬ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ৯২৮৫.০৫ টাকা।

অন্যদিকে ১৯৮৮ সালে কাজে যোগ দেওয়া সরকারি কর্মী ২০২৫ সালের জানুয়ারিতে অবসরে গেলে ২২৬৭৫.২৫ টাকা পাবেন, ১৯৮৯ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ২০২৪৭.২৮ টাকা, ১৯৯০ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১৮০৮৬.২৮ টাকা, ১৯৯১ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১৬১৬৫.১৯ টাকা, ১৯৯২ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১৪৪৬০.৫৬ টাকা, ১৯৯৩ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১২৯৫০.৭৪ টাকা, ১৯৯৪ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১১৬০৩.২৭ টাকা, ১৯৯৫ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১০৪০৭.৩৩ টাকা, ১৯৯৬ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ৯৩৪৬.৬৭ টাকা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group