NJP-র চাপ কমাতে উত্তরবঙ্গে বিকল্প রুট, নতুন রেলপথের সঙ্গে জুড়বে বাগডোগরা বিমানবন্দরও

Published on:

bagdogra airport njp station

শ্বেতা মিত্র, নিউ জলপাইগুড়িঃ দেশের প্রায় প্রতিটা প্রান্তে রেল ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে কেন্দ্র সরকার। শুধু রেল স্টেশনের আধুনিকীকরণ নয়, নতুন রেল লাইন, নতুন রেল রুট তৈরি করার কাজেও হাত দিয়েছে কেন্দ্রের রেল মন্ত্রক। উত্তরবঙ্গে নতুন রেল পথ তৈরি করার ব্যাপারে পদক্ষেপ নিয়েছে রেল। পরিকল্পনা বাস্তবায়িত হলে ঘোষপুকুর, বিধাননগর, সোনাপুরের ওপর দিয়েও আগামী দিনে গড়াবে রেলের চাকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

উত্তরবঙ্গে নতুন রেলপথ!

সময়ের সঙ্গে উত্তরবঙ্গ রেলপথের ওপর চাপ বেড়েছে। নিউ জলপাইগুড়ি (NJP), শিলিগুড়ি স্টেশনের ওপর রয়েছে যথেষ্ট চাপ। তুলনায় বাগডোগরা থেকে যাতায়াত ব্যবস্থায় এখনও আধুনিকতার ছাপ সেভাবে পড়েনি। বাগডোগরার সঙ্গে শিলিগুড়ি কিংবা জলপাইগুড়ির যাতায়াতের মুল মাধ্যম এখনও সড়ক পথ। গ্রামের কৃষকদের যাতায়াত করতে হয় ট্রাকের মাধ্যমে। ঘোষপুকুর, বিধাননগর, সোনাপুরে রেললাইন সম্প্রসারণ হলে সেখানকার সাধারণ মানুষের অনেকটা সুবিধা হবে।

এনজেপি স্টেশন উন্নত করার কাজ চলছে পুরোদমে। খুব তাড়াতাড়ি কাজ শেষ হবে বলে আশা করা  হচ্ছে। অন্য দিকে বাগডোগরা বিমানবন্দরকেও আরও আধুনিক ধাঁচে সাজিয়ে তোলা হচ্ছে। কাজ শেষ হলে দেশ, বিদেশের আরও বিমান সেখানে নামতে পারবে। রেল ও বিমান বন্দরে আধুনিকীকরণের কাজ সম্পন্ন হলে জলপাইগুড়ি ও শিলিগুড়ির ওপর মানুষকে আরও নির্ভর করতে হবে। আগে থাকতে এই সমস্যা সমাধান করার জন্য নতুন রেল পথের কথা ভেবেছে মন্ত্রক। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, চলতি বছরের শুরুর দিকে নতুন লাইন পাতার ব্যাপাররে সমীক্ষা চালানো হয়েছিল। সমীক্ষা শেষ হওয়ার পরেই নতুন রুট হিসেবে ঘোষপুকুর, বিধাননগর, সোনাপুরের মতো কয়েকটি এলাকাকে বেছে নেওয়া হয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বড় পদক্ষেপ রেলের

বাগডোগরা-ঘোষপুকুর-বিধাননগর-সোনাপুর-তিনমাইল হাট নতুন এই রুটকে সম্প্রতি অনুমোদনও দিয়েছে রেল বোর্ড। শুধু যাতায়াত ব্যবস্থাই নয়, নতুন রেল লাইন হলে নিরাপত্তা ব্যবস্থা উন্নত হবে। ঘোষপুকুর, বিধাননগর, সোনাপুর দিয়ে ট্রেন ছুটলে রাজ্যের ‘চিকেন নেক’ বলে পরিচিত এলাকা আরও বেশি করে গুরুত্ব পাবে। এ-ও জানা যাচ্ছে, উত্তরবঙ্গের এই নতুন রেল পথের কাজ শুরু করার ব্যাপারে রাজ্য সরকারেরও সহমত রয়েছে। বর্তমানে এনজেপি এবং আলুয়াবাড়ি রোডের মধ্যে ট্রেন চলাচল করে রাঙ্গাপানি-নিজবাড়ি-চটের হাট-ধুমডাঙ্গি-তিনমাইল হাট-মাগুরজানের মধ্য দিয়ে। শিলিগুড়ি জংশন এবং আলুয়াবাড়ি রোডের মধ্যে ট্রেন চলে বাগডোগরা-নকশালবাড়ি-বাতাসি-অধিকারী-গলগলিয়া-পিপড়িধান-ঠাকুরগঞ্জ রুটে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group