সপ্তাহে দু’দিন, দুয়ারে রেশনের নিয়মে বড় বদল আনল নবান্ন

Published on:

duare ration

শ্বেতা মিত্র, কলকাতাঃ দুয়ারে রেশন (Duare Ration) পরিষেবা নিয়ে প্রকাশ্যে এলে বড় খবর। এমনিতে বিগত বেশ কিছু মাস ধরে রেশন বন্টন ব্যবস্থায় দুর্নীতির ঘটনায় উত্তপ্ত হয়ে রয়েছে সমগ্র বাংলা। উচ্চ পদস্থ নেতা থেকে শুরু করে রেশন ডিলারদের বিরুদ্ধে উঠেছে ভুরি ভুরি অভিযোগ। এদিকে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে বিরাট পদক্ষেপ নেওয়া হয়েছে নবান্নের তরফে। তবে এখানেই শেষ নয়, এবার রেশন বন্টন ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতে দুয়ারে রেশন সপ্তাহে দুবার করে করার ঘোষণা করা হল সরকারের তরফে। হ্যাঁ ঠিকই শুনেছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সপ্তাহে দুইবার করে দুয়ারে রেশন প্রকল্প

আগামী দিনে এই রেশন বন্টন ব্যবস্থা নিয়ে সরকারকে যাতে অসুবিধার সম্মুখীন না হতে হয় তার জন্য বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার সবকিছুর পাই পাই হিসেব রাখবে খাদ্য দফতর। কোনোরকম কারচুপি নজরে এলেই কড়া পদক্ষেপ নেওয়ার হাত থেকে রাজ্য পিছু হটবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এমনিতে রেশন ডিলারদের বিরুদ্ধে বেআইনিভাবে রেশন সামগ্রী খোলা বাজারে বিক্রির অভিযোগ প্রায়শই শোনা যায়। সেইসঙ্গে ভুলভাল ওজন করেও সাধারণ মানুষের জন্য রাখা রেশন সামগ্রী বিলি করা নিয়েও উঠেছে অভিযোগ।

এহেন অবস্থায় এবার রেশন দোকানে দোকানে গিয়ে অভিযান চালাবেন খাদ্য দফতরের আধিকারিকরা বলে খবর। রেশন দোকানে সরকার থেকে বরাদ্দ চাল, গমের হিসেব না মিললেই ডিলারদের বিরুদ্ধে পদক্ষেপ করবে খাদ্য ও সরবরাহ দফতর। এছাড়া ওজন মেশিনের মাধ্যমে কিছু গরমিল করা হচ্ছে কিনা সেই বিষয়েও কড়া নজরদারি চালানো হবে বলে প্রশাসন সূত্রে খবর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রেশন নিয়ে নানা অভিযোগ

বহু মানুষের অভিযোগ, খাদ্য দফতরের তরফে দেওয়া ‘পস মেশিন’ বন্ধ রেখে সাধারণ দাঁড়িপাল্লায় ওজন করে জিনিস দেওয়া হচ্ছে । অভিযোগ ওজনমাপার যন্ত্রের বদলে অনেক জায়গায় বাটখারা হিসাবে ইট-বালি-পাথর ব্যবহার করা হচ্ছে। আর এই অভিযোগ উঠতেই নড়েচড়ে বসেছে খাদ্য দফতর। বেশ কয়েকটি জেলা থেকে এই ধরনের অভিযোগ এসেছে।

সূত্রের খবর, রেশন বন্টনে দুর্নীতি হাতেনাতে ধরতে এবার ডিলারদের দুয়ারে আচমকা হানা দেবেন খাদ্য দফতরের আধিকারিকরা। আলিপুরদুয়ারের কুমারগ্রাম এলাকায় এধরনের একটি ঘটনা সামনে আসার পর থেকেই নড়ে গিয়েছে প্রশাসন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group