প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে সরকারি কর্মীদের (Government Employees) জন্য বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে আর প্রিন্টেড কপি জমা দেওয়ার ঝামেলা নেই। কর্ম ক্ষেত্রে প্রযুক্তির উন্নতি আনার জন্য এবং আধুনিকীকরণ করার জন্য পুরো প্রক্রিয়া হতে চলেছে ডিজিটাল পদ্ধতিতে। যা সরাসরি প্রভাব ফেলবে সরকারি কর্মচারীদের দৈনন্দিন কাজের উপর। চলতি মাস থেকেই চালু হবে এই নিয়ম।
বিজ্ঞপ্তি প্রকাশ অর্থ দপ্তরের
সম্প্রতি সরকারি কর্মীদের অনলাইন বিল প্রদানের ক্ষেত্রে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থ দপ্তরের তরফ থেকে। যেখানে বলা হয়েছে, চলতি মাস অর্থাৎ মে থেকে টি আর-১৮ নম্বর বিলে বেতন সংক্রান্ত নথি ফিজিক্যালি পাঠানোর ব্যবস্থা বন্ধ করা হবে। এমনকি পেনশনের ক্ষেত্রে ফিজিক্যালি বিল এজি অফিসের কাছে পাঠানো বন্ধ করা হয়েছে। অনলাইনে বিল পাঠানোর যে ব্যবস্থা ইতিমধ্যে চালু করা হয়েছে সেটি চলবে। বিকল্প ব্যবস্থায় আগে যে সকল ফিজিক্যাল বিল এজি অফিসে পাঠানো হত সেটিও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো হার্ড কপি নয়, এখন থেকে প্রতিটি বিল হবে সফট কপিতে।
প্রিন্টেড কপি নিয়ে কী জানালেন অর্থসচিব?
এই বিষয়ে রাজ্যের অর্থসচিব প্রভাত কুমার মিশ্র একটি নির্দেশিকায় জানিয়ে দিয়েছেন, চলতি মাস থেকেই ধাপে ধাপে এই অনলাইন বিল জমার ব্যবস্থা কার্যকর হবে। নির্দেশিকায় পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস ও ট্রেজারি বিভাগকে বলা হয়েছে, এখন থেকে আর কোনও বেতন বা পেনশন সংক্রান্ত প্রিন্টেড কপি অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের কাছে পাঠাতে হবে না। অন্যদিকে অর্থদপ্তর জানিয়েছেন, গত কয়েক বছর ধরে ই-গভর্ন্যান্স চালু করার প্রক্রিয়া চলছে। এর মাধ্যমে ফিজিক্যাল বিল পেশ করার ব্যবস্থা তুলে দিয়ে পুরোপুরি ডিজিটাল পদ্ধতি চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়। আর এই আবহে এজি অফিসে ফিজিক্যাল বিল বন্ধ করা এই প্রক্রিয়ারই অংশ।
তবে রাজ্য সরকারের এই উদ্যোগকে বাঁকা চোখে দেখছে সরকারি কর্মী মহলের একাংশ। তাঁদের বক্তব্য, ই-ফাইল চালু করার ব্যাপারে সরকার যদি এতটাই সক্রিয় হয় তাহলে ফাইল কভার কেনার জন্য এখনও কেন টেন্ডার ডাকতে হচ্ছে। যদিও বা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে অর্থদপ্তরের কাজকর্মে ই-গভর্ন্যান্স সবথেকে বেশি কার্যকর হয়েছে। কিন্তু ডিরেক্টরেট অফিস পর্যায়ে সবসময় ই-ফাইল পাঠানো যায় না। সেক্ষেত্রে ডিরেক্টরেট অফিস থেকে পাঠানো ফাইল সংশ্লিষ্ট সচিবালয় ই-ফাইল করে অর্থদপ্তরের কাছে পাঠায়। মূল সমস্যা হয়ে দাঁড়ায় সেখানে কম্পিউটার, স্ক্যানার প্রভৃতি কম রয়েছে তাই ডিজিটাল বিল করা খুব চাপের।
আরও পড়ুন: বিপুল প্রতারণা! রাজ্যে ফের ED অভিযান একাধিক জেলায়
রাজ্য সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের এই ডিজিটাল উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়ে আসতে চলেছে সরকারি কর্মক্ষেত্রে। আর এই পদক্ষেপ শুধু প্রশাসনিক স্বচ্ছতা ও গতি বাড়াবে না, বরং কর্মচারী ও সাধারণ নাগরিকের ভরসাও জোগাবে। এটি প্রমাণ করে, রাজ্য সরকার প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখন শুধু বেতন ও পেনশন বিল ডিজিটাল করা হলেও আগামীতে আরও অনেক ধরনের বিল, অ্যালাওয়েন্স, চিকিৎসা খরচ, পেনশন রিভিশন এসবও ধাপে ধাপে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করা হতে পারে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |