প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যের শিক্ষা ব্যবস্থা যে ক্রমেই অধঃপতনে যাচ্ছে তা গত কয়েক সপ্তাহের আন্দোলনের চিত্র দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। গত ৩ এপ্রিল এসএসসির ২০১৬ সালের আস্ত গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিমকোর্ট। যার জেরে রাতারাতি চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে তাঁদের। যার দরুন উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ্যে নিয়ে আনার জন্য রীতিমত ভয়াবহ গরমের মাঝেই এসএসসির সামনে ধর্নায় বসেছে চাকরিহারা শিক্ষকদের ঐক্য মঞ্চ।
আন্দোলনের পথে প্রাথমিক চাকরিপ্রার্থীরা!
চাকরিহারারা সাফ জানিয়ে দিয়েছেন, যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ না করা পর্যন্ত এসএসসির সামনে তাঁদের এই আন্দোলন চলবে। এদিকে এই আন্দোলনে যখন রাজ্য সরকার রীতিমত উদ্বিগ্ন, সেই চাপ আরও বাড়াতে এবার নিজেদের হকের অধিকার ছিনিয়ে নিতে আন্দোলন তীব্রতর করার ডাক দিল প্রাথমিকের চাকরিপ্রার্থীরা (Job Seekers)। জানা গিয়েছে ২০২২ প্রাথমিক টেট পাশ চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে আজ প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে ধর্না বিক্ষোভ শুরু হয়েছে। তাঁদের দাবি অবিলম্বে প্রাথমিকের শূন্যপদের পূর্ণাঙ্গ স্বচ্ছ তালিকা প্রকাশ করা এবং ন্যূনতম ৫০ হাজার শূন্যপদে স্বচ্ছ নিয়োগ করা।
প্রাথমিক শিক্ষা সংসদকে হুঁশিয়ারি প্রার্থীদের!
কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন যে রাজ্যে একাধিক শূন্যপদ পড়ে রয়েছে। তাই এবার মুখ্যমন্ত্রীর মন্তব্যেই নিশানা করে আন্দোলনকারী প্রাথমিকের চাকরিপ্রার্থীরা দাবি জানাচ্ছে যে, ১ লাখ শূন্যপদ থাকলেও তিন বছর ধরে এখনও নোটিফিকেশন প্রকাশ করেনি রাজ্য সরকার। কেন নিয়োগ প্রক্রিয়ায় এমন অসঙ্গতির চিত্র তুলে ধরছে সরকার তাই নিয়ে এবার গর্জে উঠল সকলে। প্রশ্ন করা হয়েছে কার স্বার্থে নিয়োগ আটকে রাখা হয়েছে? এমনকি তাঁদের তরফ থেকে এও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে সংসদ থেকে যতক্ষণ না কোনো উত্তর পাওয়া যাচ্ছে অবস্থান চালিয়ে যাওয়া হবে।
আরও পড়ুনঃ রাজ্যের উপর আর ভরসা নয়! এবার হাইকোর্টে যাচ্ছেন চাকরিহারারা
জানা গিয়েছে, এদিন শিয়ালদহ থেকে প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে মিছিল করে যাওয়ার কথা ছিল চাকরিপ্রার্থীদের। কিন্তু সেই মিছিলে সম্মতি দেয়নি রাজ্য পুলিশ। শেষে বাধ্য হয়ে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের করুণাময়ী থেকে মিছিল করে সংসদ অফিসে পৌঁছন। এইমুহুর্তে সেখানেই চলছে ঘেরাও অভিযান। কাঠফাটা গরমে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা। অন্যদিকে চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরাও সাফ জানিয়ে দিলেন, আপাতত আন্দোলনের রাস্তা থেকে তাঁরাও সরছেন না। এমনকি ভবিষ্যৎ এ এখনও কোনও পরিকল্পনা তাঁদের নেই।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।