প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে ইতিমধ্যেই স্কুলশিক্ষকদের বদলি নিয়ে ‘উৎসশ্রী’ পোর্টাল কে ঘিরে নানা ধরনের খবর উঠে আসছে। দীর্ঘকাল ধরে এই সমস্যার থেকে গিয়েছে। আর এই আবহেই খবরের শিরোনামে উঠে এসেছে রাজ্য পুলিশের কর্মীদের বদলি নিয়ে আরও এক সমস্যা। ইদানিং রাজ্য পুলিশের বদলি নিয়ে একাধিক অভিযোগ উঠে আসছিল। বিশেষ করে বদলির জন্য ঘুষ নেওয়ার অভিযোগ প্রায়ই শোনা যায়। তাই এবার সেই অভিযোগ দুর্নীতি নির্মূল করতে বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। সুষ্ঠ বদলি নীতি চালু করা হল।
পুলিশ কর্মীদের বদলির জন্য চালু নয়া পোর্টাল!
আগে কোনো পুলিশ বদলির জন্য লিখিতভাবে পুলিশের কনস্টেবল অথবা সাব ইন্সপেক্টরদের আবেদন করতে হত। কিন্তু এই আবেদন প্রক্রিয়া নিয়ে নীচু তলার কর্মীসহ আধিকারিকদের মনে ক্ষোভ জন্মেছিল। তার কারণ দীর্ঘদিন ধরেই সেই বদলির আবেদন পড়ে থাকত জেলার অফিসে। এমনকি আবেদনপত্রহুলি সঠিক সময়ে যেত না ভবানীভবনে। আবার অনেক ক্ষেত্রে পুলিশের অভিযোগ ওঠে ঘুষ না দিলে নাকি বদলির ফাইলও দেওয়া হতো না ভবানীভবনে। এরফলে সমস্যায় পড়তে হত পুলিশ কর্মীদের। তাই সেই সমস্যা দূর করতে চালু করা হল অনলাইনে আবেদন প্রক্রিয়া। আনা হল এক নয়া পোর্টাল। যার নাম EHRMS পোর্টাল।
জানা গিয়েছে, এই পোর্টালে পুলিশ কর্মীরা, বদলির জন্য আবেদন করতে পারবেন । তবে এখানে শুধুমাত্র ডিসেম্বর মাস ধরে টানা একমাস আবেদন করা যাবে। তবে এই পোর্টালে আবেদন গ্রহণ করা হবে একমাত্র ডিসেম্বর মাসে। আগে যেমন বদলির ফাইল অনেকদিন পরে থাকত, এখন আর সেটি হবে না। ফাইল SP- র কাছে আসার ১০ দিনের মধ্যে তিনি মতামত জানাবেন। একই সঙ্গে তাঁর ওপরের কর্তা অর্থাৎ রেঞ্জের দায়িত্বে থাকা আধিকারিকদের মতামত জানাতে ১০ দিন সময় দেওয়া হয়েছে।
নির্দেশিকায় কী কী বলা হয়েছে?
এছাড়াও জানা গিয়েছে, মহিলা কনস্টেবলরা ৮ বছর চাকরির পর এবং পুরুষ কনস্টেবলরা ১৫ বছর চাকরির পর নিজের জেলায় বদলির আবেদন করতে পারবেন। Assistant Sub Inspector বা ASI এবং Sub Inspector রা অবসরের ৪ বছর আগে নিজের জেলায় বদলির আবেদন করতে পারবেন। সেই সঙ্গে পদোন্নতির পর সংশ্লিষ্ট পুলিশকর্মী পোস্টিংয়ের জন্য তাঁর পছন্দ মতো ৫টি জায়গার কথা বলতে পারবেন। পাশাপাশি ডিজি’র নির্দেশিকায় জানানো হয়েছে যে নিজের বিধানসভা এলাকায় কোনও পুলিশ কর্মীকে পোস্টিং দেওয়া যাবে না।