মাত্র ১০ টাকার ওষুধে মিটবে অন্তঃসত্ত্বার শারীরিক সমস্যা, কোথায় পাবেন? জানাল স্বাস্থ্য দফতর

Published on:

Pregnancy Problem

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমান সময়ে গর্ভাবস্থায় অনেক মায়েদের শরীরে নানা রোগের এবং জটিলতার সম্মুখীন হতে হয়। যার ফলে ভবিষ্যতে মা এবং সন্তানের নানা ভয়ংকর অবস্থার মুখোমুখি হতে হয়। কিন্তু এবার এই সমস্যা মিটবে মাত্র ১০ টাকাতেই। দূর হবে অন্তঃসত্ত্বার গুরুত্বপূর্ণ শারীরিক জটিলতা। এমনই নোটিশ জারি করল বাংলার স্বাস্থ‌্য দপ্তর। কী সেই ওষুধ? সম্পূর্ণটা জেনে নিন আমাদের প্রতিবেদনে।

এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন Join Now

স্বাস্থ‌্য দপ্তরের তরফে পাঠানো হল চিঠি

সম্প্রতি স্বাস্থ‌্য দপ্তরের তরফে অন্তঃসত্ত্বাদের শারীরিক জটিলতা সম্পর্কে একটি চিঠি দেওয়া হয়েছে। আর সেই চিঠি কলকাতা পুরসভার মুখ‌্য স্বাস্থ‌্য আধিকারিক এবং কলকাতার ফ‌্যামিলি ওয়েলফেয়ার অফিসারকে পাঠানো হয়েছে। চিঠিতে স্বাস্থ‌্য দপ্তরের তরফ থেকে বলা হয়েছে, অন্তঃসত্ত্বাদের শারীরিক জটিলতা কমাতে তাঁদের ‘লো ডোজ অ‌্যাসপিরিন’ (৭৫ এমজি) সুপারিশ করা হচ্ছে। যার দাম মাত্র ১০ টাকা। তবে এই ওষুধ সবাই দিতে পারবে না। শুধুমাত্র স্বাস্থ‌্যকেন্দ্রের মেডিক‌্যাল অফিসাররাই অন্তঃসত্ত্বাদের শারীরিক পরীক্ষা করে যদি মনে হয় এই ওষুধ দেওয়ার মত তাহলে অন্তঃসত্ত্বাদের দেওয়া হবে।

সূত্রের খবর ‘লো ডোজ অ‌্যাসপিরিন’ (৭৫ এমজি) ওষুধটি মূলত অন্তঃসত্ত্বাদের দু’টি অসুবিধার ক্ষেত্রে দেওয়ার বার্তা দিয়েছে স্বাস্থ‌্য দপ্তর। যার মধ্যে একটি হল প্রি-একল‌্যামপসিয়ার ক্ষেত্রে এবং অন‌্যটি হল ফেটাল গ্রোথ রেস্ট্রিকশন বা FGR এর ক্ষেত্রে। আর মধ্যে প্রি একল‌্যামপসিয়া-র উপসর্গ এর উপসর্গগুলো হল উচ্চ রক্তচাপ, প্রস্রাবে প্রোটিন, প্রচণ্ড পেটব‌্যথা, মাথাব‌্যথা, শ্বাসপ্রশ্বাসে অসুবিধা। এক্ষেত্রে যদি কোনো অন্তঃসত্ত্বার শরীরে এই উপসর্গ দেখা যায় তাহলে শারীরিক অবস্থা খতিয়ে দেখে লো ডোজ অ‌্যাসপিরিন দিতে পারেন।

প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন Join Now

উপসর্গ বুঝে দিতে হবে এই ওষুধ

অন্যদিকে অন্তঃসত্ত্বার ফেটাল গ্রোথ রেস্ট্রিকশন বা FGR এর উপসর্গ এর ক্ষেত্রে অর্থাৎ গর্ভের মধ্যে যদি ভ্রূণের বিকাশ সঠিকভাবে না হয় তাহলে অবশ্যই রোগীর পরীক্ষা করে ডাক্তাররা ‘লো ডোজ অ‌্যাসপিরিন’ (৭৫ এমজি) ওষুধটি দিতে পারেন। জানা গিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক‌্যাল অ‌্যান্ড রিসার্চ অর্থাৎ ICMR এই নিয়ে একটি সমীক্ষা চালিয়ে তাতে ফল পেয়েছে। এই প্রসঙ্গে নীলরতন সরকার মেডিক‌্যাল কলেজের স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. রুণা বল জানিয়েছেন, অন্তঃসত্ত্বা অবস্থায় প্রসূতির চূড়ান্ত হাইপারটেনশন হয়। যা তাঁর স্বাস্থ্যের জন‌্য অত‌্যন্ত ঝুঁকিপূর্ণ। যার ফলে এ অবস্থায় ইউরিনে প্রোটিন আসে।

এমনকি ডা. রুণা বল এও বলেন যে এক্ষেত্রে যদি দ্রুত রোগ নিরাময় না করা হয় তাহলে প্রি একল‌্যামপসিয়া থেকে কিডনি-লিভারের মতো শরীরের একাধিক অঙ্গের ক্ষতি হতে পারে। নষ্ট হতে পারে প্ল‌্যাসেন্টা। যার ফলে গর্ভাবস্থায় মা ও ভ্রূণের উভয়ের ক্ষতি হতে পারে। তাই সেক্ষেত্রে এই এক স্ট্রিপ ট‌্যাবলেটেই সারবে অন্তঃসত্ত্বার গুরুত্বপূর্ণ শারীরিক জটিলতা। এমনকি বেশ কিছু অন্তঃসত্ত্বা মহিলার ওপর ‘স্টাডি’ করে দারুণ ফল পাওয়া গিয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group