আর চলবে না টোটো চালকদের দাদাগিরি! এবার QR Code বাধ্যতামূলক করল প্রশাসন

Published on:

Toto qr code west bengal

বর্তমান সময়ে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তপ্ত হয়ে রয়েছে বাংলা। দুদিন আগেই কলকাতা শহর থেকে শুরু করে বাংলার জেলায় জেলায় হকার উচ্ছেদের ঘটনা ঘটছিল। অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করা যাবে না, সাংবাদিক বৈঠক করে এভাবেই সাফ সাফ জানিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে।

আপাতত এই কাজে আগামী এক মাসের জন্য বিরতি রয়েছে। কিন্তু এবার প্রশাসনের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে আরও একটা বিষয়। আর সেটি হল টোটো। পথ চলতি হাজার হাজার মানুষের অভিযোগ যে কখনও কখনও রাস্তাঘাটে টোটোগুলিকে এমনভাবে দাঁড় করানো হয় যে রাস্তা পার করা সম্ভব হয় না। আবার এই টোটো ছাড়া শহরতলি থেকে শুরু করে গ্রামগঞ্জের মানুষের জীবনও অচল। তবে এবার এই টোটো দাদাগিরি রুখতে কড়া পদক্ষেপ নিল সরকার।

আর চলবে না টোটোর দাদাগিরি

রাস্তাঘাটে টোটো চালকদের দাদাগিরি রুখতে এবার কড়া পদক্ষেপ নেওয়া হল সরকারের তরফে। আর সরকার এমন এক সিদ্ধান্ত নিয়েছে যার কথা হয়তো কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেননি। ফুটপাত দখল হওয়ার পাশাপাশি যত্রতত্র টোটো পার্কিং করে রাখা, এই বিষয়গুল রুখতে অভিনব পন্থা চালু করল প্রশাসন। শুরু হল কিউআর কোড টোটো।

রাস্তায় এবার চলবে কিউআর কোড টোটো

এবার থেকে রাস্তায় কিউআর কোড ভিত্তিক টোটো চলতে দেখা যাবে। কী শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই একদম সত্যি। এই ব্যবস্থার মানে হল প্রশাসনের অনুমতি নিয়ে নির্দিষ্ট রুটে চলা। অর্থাৎ যে টোটোগুলিতে এই কিউআর কোড থাকবে তার মানে ধরে নিতে হবে এটি সরকারি ছাপ লাগানো এবং বৈধ। কয়েকদিন আগেই বারাসাতের চাঁপাডালি মোড়ে পুলিশি ধরপাকড় শুরু হয়। মোটর ভেহিকেলস এবং পুলিশ এই উদ্যোগ নেয়। যে সকল টোটোতে কিউআর কোড ছিল না সেগুলিকে বাজেয়াপ্ত করে প্রশাসন বলে খবর। এখন এহেন অবস্থায় যাতে এলাকাগুলি যানজটমুক্ত এবং সর্বোপরি ঝুট ঝামেলামুক্ত থাকে সেজন্য এই কিউআর কোড টোটোর ব্যবস্থা করা হয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥