সবুজ সাথী সাইকেল নিয়ে নতুন নির্দেশিকা জারি

Published:

SaboojSathi
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ ‘সবুজ সাথী’ প্রকল্পের (SaboojSathi) আওতায় সাইকেল প্রদান নিয়ে বড় সিদ্ধান্ত নিল প্রশাসন। এবার রাস্তায় রাস্তায় দুর্ঘটনা রুখতে রিফ্লেক্টর লাগানো বাধ্যতামূলক করল প্রশাসন। আসলে আজ কথা হচ্ছে ঝাড়গ্রাম নিয়ে। এই জেলার রাস্তায় বিগত বহু দিন ধরে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এদিকে সাইকেলে করে যে সকল ছাত্র ছাত্রী স্কুলে যাচ্ছেন তাঁদের নিয়ে অভিভাবকদের চিন্তার শেষ নেই। ফলে জেলা শিক্ষা দফতর স্কুল পড়ুয়াদের পথনিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করছে।

সবুজ সাথী সাইকেলে রিফ্লেক্টর লাগানো বাধ্যতামূলক করল প্রশাসন

নিশ্চয়ই ভাবছেন কী কী পদক্ষেপ নিয়েছে শিক্ষা দফতর? জানিয়ে রাখি, দফতরের তরফে এখন ছাত্রছাত্রীদের সবুজ সাথী সাইকেলে রিফ্লেক্টর লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে। এর পাশাপাশি স্কুলে স্কুলে পথসুরক্ষার বিষয়ে পাঠও দেওয়া হবে। এই প্রসঙ্গে ডিআই শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় বলেন, ‘জেলার প্রতিটি স্কুলে পড়ুয়াদের সবুজ সাথী সাইকেলে রিফ্লেক্টর লাগানোর নির্দেশ দেওয়া হচ্ছে। পাঠক্রমে পথসুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। স্কুল কর্তৃপক্ষ যাতে ওই বিষয়ে হাতেকলমে পাঠ দেয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে।’

আরও পড়ুনঃ গতি ২৮২ কিমি! ‘মন্থা’র মধ্যেই ধেয়ে আসছে বিশ্বের সবথেকে শক্তিশালী হ্যারিকেন ‘মেলিসা’

তিনি আরও জানান, ‘ঝাড়গ্রামে মূলত গ্ৰামাঞ্চলের পড়ুয়ারা স্কুলে আসতে সাইকেল ব্যবহার করে। জেলাজুড়ে রাস্তা সম্প্রসারণ ও সংস্কার চলছে। নতুন সংস্কার হওয়া ঝাঁ চকচকে রাস্তায় বাইক ও বড় গাড়ি প্রচণ্ড জোরে ছুটছে। এর জেরে পথ দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। পরিবহণ দপ্তর জাতীয় ও রাজ্য সড়কের একাধিক জায়গায় স্পিড লিমিট বেঁধে দিয়েছে। অনেক রাস্তায় স্পিডব্রেকার বসানো হয়েছে। ট্রাফিক আইন ভাঙা হলে কড়া পদক্ষেপ করা হচ্ছে। তা সত্ত্বেও প্রচণ্ড জোরে গাড়ি চালানোর প্রবণতা রয়েছে।’

২০১৫ সালে চালু হয়েছিল প্রকল্পটি

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার বহু কাজ করেছে, চালু হয়েছে বহু প্রকল্প। ২০১৫ সালে চালু হয়েছিল এই সবুজ সাথী প্রকল্প। ৯ম-১২ম শ্রেণীর পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল প্রদান করাই হল এই প্রকল্পের লক্ষ্য। বর্তমান সময়ে বহু পড়ুয়া এই সবুজ সাথী প্রকল্পের আওতায় পাওয়া সাইকেলে করে স্কুলে যায়। তবে ঝাড়গ্রামে পথ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এবার সাইকেলগুলিতে রিফ্লেক্টর লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। এই প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারাণ্ডি বলেন, ‘গ্ৰামীণ এলাকার ছেলেমেয়েরা সাইকেলে স্কুলে যায়। অনেকে সন্ধ্যায় টিউশন পড়েও সাইকেলে বাড়ি ফেরে। অন্ধকার পথে স্কুলপড়ুয়াদের দুর্ঘটনার কবলে পড়ার একাধিক ঘটনা আমাদের সামনে আসছিল। জেলা প্রশাসন বিষয়টি নিয়ে পদক্ষেপ করেছে।’

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join