থুতু থেকেই আয় প্রায় ৮ লক্ষ! নয়া রেকর্ড গড়ল শিয়ালদা ডিভিশন

Published on:

sealdah

সহেলি মিত্র, কলকাতাঃ আবারও একবার বিরাট রেকর্ড গড়ল শিয়ালদা ডিভিশন (Sealdah Division)। সম্প্রতি একটি বিশেষ অভিযান চালিয়েছিল পূর্ব রেলের শিয়ালদা বিভাগ। আর এই অভিযানে যে এত বড় সাফল্য লাভ হবে কে ভাবতে পেরেছিল। জানলে হয়তো আকাশ থেকে পড়বেন, ২০২৫ সালের শুধুমাত্র এপ্রিল মাসে থুতু ফেলার বিরুদ্ধে এক অভূতপূর্ব বিশেষ অভিযানে, থুতু ফেলার ৬,১৯৩টি ঘটনা রেকর্ড করেছে। এছাড়া এই ডিভিশনের প্রায় সমস্ত স্টেশনে অভিযান চালিয়ে যাত্রীদের কাছ থেকে ৭,৬১,০৭০ টাকা জরিমানা আদায় করেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

যাত্রীদের কাছ থেকে বিশাল টাকা আদায় করল শিয়ালদা বিভাগ!

রেলওয়ে চত্ত্বর সহ পাবলিক প্লেসে থুতু ফেলা, বা নোংরা করা সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরেও এমন বহু মানুষ আছেন যারা এই সকল নিষেধাজ্ঞাকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের স্বভাবসিদ্ধ কাজ করে চলেছেন। তবে এবার অনেকের জন্য এই কাজ করাই কাল হল। ভারতীয় রেলওয়ে (রেলওয়ে প্রাঙ্গণে পরিচ্ছন্নতা প্রভাবিত করার কার্যকলাপের জন্য শাস্তি) বিধি, ২০১২ অনুসারে একটি শাস্তিযোগ্য অপরাধ। বিশেষ করে, নিয়ম ৩(খ) রেলওয়ে প্রাঙ্গণে থুতু ফেলা নিষিদ্ধ করে এবং নিয়ম ৪ এই নিয়ম লঙ্ঘনের জন্য ৫০০ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করে।

সেখানে গত মাসে স্টেশন চত্ত্বরে থুতু ফেলা মানুষের সংখ্যা পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সামাজিক স্বাস্থ্যবিধির প্রতি অবহেলার এক আদর্শ নিদর্শন তুলে ধরে। যাইহোক, এই ঘটনা প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা। তিনি বলেছেন যে, “এক মাসে থুতু ফেলার ঘটনা সনাক্ত হওয়ার সংখ্যা সত্যিই হতাশাজনক। যদিও আমরা এই অভিযানের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিচ্ছি, এটি বৃহত্তর জনসচেতনতা এবং নাগরিক আচরণে দ্রুত পরিবর্তনের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেয়।”

আরও পড়ুনঃ ছক্কা হাঁকাল সোনার দাম, রাতারাতি অনেকটাই বাড়ল দর! রুপো কত? আজকের রেট

বিরাট সাফল্য রেলের

এই কাজ স্বাভাবিকভাবেউ রেলের কাছে বিরাট সাফল্যের। রেলের আর্জি, ‘রেলওয়ে প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা একটি সম্মিলিত সামাজিক দায়িত্ব। আসুন আমরা আমাদের রেলওয়ে স্টেশন এবং চলাচলকারী এলাকা পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখার জন্য একসাথে কাজ করি। যাত্রী এবং রেল ব্যবহারকারীদের স্টেশন এবং কনকোর্স এলাকায় থুতু ফেলা থেকে বিরত থাকতে হবে। আরও ভালো ভ্রমণ অভিজ্ঞতার জন্য পরিষ্কার ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করুন।’

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥