প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমানে ৫৩ শতাংশ হারে DA বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কিন্তু উল্টোদিকে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কাঠামো অনুযায়ী পাচ্ছে মাত্র ১৪ শতাংশ DA বা মহার্ঘ ভাতা। এই আবহে কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডিএ-র ফারাক বেড়েছে ৩৯ শতাংশ। গত ২০২৩ সালের বড়দিনে রাজ্য সরকারি কর্মীদের DA বাড়ানো হয়েছিল। কিন্তু তারপরে কোনো প্রসঙ্গই তোলেনি পশ্চিমবঙ্গ সরকার।
এদিকে সম্প্রতি ক্যাবিনেট বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন সংশোধনের জন্য অষ্টম বেতন কমিশনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তাতেই মুখ ভার রাজ্যের। তাই সেক্ষেত্রে এবার সেই ঘা তে মলম লাগালো প্রশাসন। ক্যাজুয়াল, চুক্তিভিত্তিক এবং দৈনিক ভাতার সরকারি কর্মীদের জন্য ফের বড় উদ্যোগ রাজ্যের।
বড় উদ্যোগ নিল রাজ্য সরকার
অর্থ দফতরের তরফে জারি করা এক বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশে। যেখানে বলা হয়েছে এ বার থেকে ডিরেক্টরেট ও তার সমতুল্য সংস্থাগুলি HRMS এর মাধ্যমে ‘টার্মিনাল বেনিফিট’ অর্থাৎ অবসরের সময় এককালীন অনুদান পেতে অনলাইনেই আবেদন করা যাবে। তার জন্য গোটা প্রক্রিয়ায় যাতে কোনোরকম দেরি না হয় তার জন্য ডিরেক্টরেটের অধীনস্থ সংস্থাগুলির শুধুমাত্র ডিরেক্টরের কাছ থেকে অনুমোদন নিলেই চলবে। অর্থ দফতর বা নিজের দফতর থেকেও আর অনুমোদন নিতে হবে না। যা রাজ্য সরকারি কর্মীদের কাছে বেশ সুবিধাজনক উদ্যোগ। ইতিমধ্যেই সেই বিজ্ঞপ্তি সব দফতর এবং জেলা প্রশাসনকে পাঠানো হয়েছে।
সব কিছুর ঊর্ধ্বে কর্মীদের মহার্ঘ ভাতা
প্রশাসনিক সূত্রের খবর, চুক্তিভিত্তিক, ক্যাজুয়াল ও দৈনিক ভাতার কর্মীরা অবসরের সময় আগে এককালীন ৩ লক্ষ টাকা আর্থিক অনুদান পেলেও পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটি বাড়িয়ে ৫ লক্ষ করে দিয়েছেন। যার ফলে ব্যাপক সুবিধা লাভ করেছে সরকারি কর্মীরা। কিন্তু এত কিছুর মাঝেও সব কিছুর ঊর্ধ্বে উঠে আসছে রাজ্য সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধির খবর। এখনও DA মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। একের পর এক তারিখ দেওয়া হলেও হয়নি শুনানি। মোট ১৪ বার শুনানি পিছিয়েছে। তাই এই আবহে এই বছরের শুরুতে DA মামলার শুনানি নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছেন সরকারি কর্মীরা।
আরও পড়ুনঃ অল্প পুঁজি লাগিয়ে শুরু করুন ম্যাজিক ফুলের চাষ, ৬ মাসেই আয় হবে ৫-৬ গুণ
জানা গিয়েছে সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে দ্রুত শুনানি এবং মামলার নিষ্পত্তি চেয়ে গণমেল কর্মসূচি শুরু করতে চলেছে সরকারি কর্মীরা। গতকাল অর্থাৎ ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন থেকে DA বা মহার্ঘ ভাতা মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে দ্রুত শুনানি এবং মামলার নিষ্পত্তি চেয়ে গণমেল কর্মসূচি শুরু হয়েছে। ইতিমধ্যেই নাকি মেলের চিঠির বয়ান এবং সুপ্রিম কোর্টের মেল আইডি সোশ্যাল মিডিয়াতে পাঠানো শুরু করে দিয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। যাতে প্রত্যেক শিক্ষক কর্মচারী নিজেদের নামে সেই মেল পাঠতে পারেন।