যেতে হবে না দফতর, বাড়িতে বসেই পাবেন ৬টি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট! উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের

Published on:

government certificate

প্রীতি পোদ্দার, কলকাতা: এই মুহুর্তে ইন্টারনেট পরিষেবা এতটাই গোটা দুনিয়াকে নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে যে অতি সামান্য কাজও এখনও অনলাইনের মাধ্যমে করে নিতে হয়। করোনা পরিস্থিতির পর এই প্রয়াস যেন দিনে দিনে আরও বাড়ছে। আর যুগের সাথে তাল মিলিয়ে চলছে একাধিক নিয়মের বদল। আর সেই নিয়মে এবার সঙ্গ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। সাধারণ মানুষের খাটনি এবং হয়রানি কমাতে এবার এক বড় এবং উল্লেখযোগ্য পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে সার্টিফিকেটের জন‍্য আর পঞ্চায়েত দফতরে ঘুরতে হবে না কাউকে। গুরুত্বপূর্ণ ৬ টি সার্টিফিকেট বা শংসাপত্র মিলবে বাড়িতে বসেই।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বাড়ি বসেই মিলবে সরকারী সুবিধা!

বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, সার্টিফিকেট বা শংসাপত্রের জন‍্য অনেক সাধারণ মানুষকে পঞ্চায়েত দফতরে দফতরে ঘুরতে হয়। কোনো কোনো দিন আবার কর্মীদের গাফিলতিতে সেই কাজেও বিলম্ব ঘটে এবং পরে আবার আসতে হয় সেই কাজের জন্য। নানাভাবে অফিসারদের কাছে হয়রানির শিকার হতে হয়। এবার সেই দিন শেষ হতে চলেছে। এখন থেকে অতি গুরুত্বপূর্ণ ৬ ধরনের শংসাপত্র বাড়িতে বসে অনলাইনে আবেদনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন। তার জন্য কোনো কাঠখড় পোড়াতে হবে না।

কোন কোন শংসাপত্র মিলবে অনলাইনে?

যে ছয় সার্টিফিকেট বা শংসাপত্রের রাজ্য সরকার অনলাইন পরিষেবা দিচ্ছে সেগুলি হল জাতিগত শংসাপত্রের আবেদনের জন্য প্রধানের শংসাপত্র, ডিসট্যান্স সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ব্যক্তি পরিচয়পত্র, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট। এগুলি খুবই গুরুত্বপূর্ণ সার্টিফিকেট। এক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। অনলাইনে এই সব সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে কিছু প্রক্রিয়া আছে। প্রথমত এগুলো পেতে গ্রাহককে মোবাইল নম্বর সহ কিছু তথ‍্য নথিভুক্ত করতে হবে। তারপর মোবাইল নম্বরে OTP গেলে তারপরে সেই শংসাপত্র নিতে পারবেন গ্রাহক। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে বেশ খুশি সাধারণ মানুষ। কিন্তু কবে থেকে এই প্রক্রিয়া শুরু হবে সেই ব্যাপারে এখনও কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group