পূরণ করতে হবে না অ্যানেক্সচার-১ ফর্ম, কর্মী ও পেনশনভোগীদের জানাল নবান্ন

Published on:

Updated on:

Medical Expenses

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য খুশির হাওয়া। এতদিন ধরে চিকিৎসার খরচ (Medical Expenses) পেতে যে জটিল সমস্যার মধ্য দিয়ে যেতে হতো, এবার তার অবসান ঘটছে। অ্যানেক্সচার-১ নামের এই কঠিন ফর্ম পূরণ করার আর কোনও দরকার নেই। এখন থেকে শুধুমাত্র বিল আর প্রেসক্রিপশন জমা দিলেই মিলবে চিকিৎসা বাবদ খরচ।

নতুন নিয়মে কী বলা হয়েছে?

রাজ্যের অর্থ দফতর এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে জারি হওয়া নতুন নির্দেশিকায় বলা রয়েছে, এপিডি ট্রিটমেন্টের ক্ষেত্রে আর অ্যানেক্সচার-১ ফর্ম লাগবে না। শুধুমাত্র চিকিৎসার বিল এবং প্রেসক্রিপশন জমা দিলেই হবে। এতেই মিল প্রাপ্য টাকা। আর এই প্রক্রিয়াটি হবে আরও সহজ, স্বচ্ছ এবং দ্রুত। এর ফলে সরকারি কর্মীদের বহুদিনের হয়রানি অনেকটাই কমবে।

কেন গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত?

প্রতিনিয়ত অসংখ্য সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে দৌড়াতে হয়। কিন্তু সেই খরচ পড়ে ফেরত পেতে হলে জটিল সমস্যার মধ্য দিয়ে যেতে হতো। হ্যাঁ, বিশেষ করে অ্যানেক্সচার-১ ফর্ম ছিল সবথেকে বড় বাঁধা। আর এই নতুন ফর্মালিটি তুলে দিয়ে বিষয়টিকে করা হয়েছে আরও সহজ। এতে শুধু কর্মচারীরা নন, প্রশাসনের উপর থেকেও বাড়তি চাপ কমবে।

আরও পড়ুনঃ বিক্রি হয় শেষ সম্বল! ছেলের স্বপ্ন পূরণে বিরাট বলিদান দেন বাবা সঞ্জীব, কোন ক্লাসে পড়ে বৈভব?

কর্মচারী ফেডারেশনের বক্তব্য

রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়ে তৃণমূলের কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক জানিয়েছেন, বহুদিন ধরে এই দাবি করে আসছিলাম আমরা। ফেডারেশনের পক্ষ থেকে আন্দোলন এবং আলোচনার মধ্য দিয়েই চলছিল এই দাবি। অবশেষে রাজ্য সরকার সেই মানবিক পদক্ষেপ নিয়েছে। এতে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

রাজ্য সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। যেভাবে চিকিৎসার খরচ প্রক্রিয়াটিকে আরও সহজ সরল করা হয়েছে, তা নিঃসন্দেহে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বিরাট উপহার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥