কলকাতায় তেলের ভান্ডার? কালীঘাটে মাটির তলা থেকে উদ্ধার লিটার লিটার পেট্রোল, ডিজেল

Published on:

kalighat oil

শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের একবার শিরোনামে উঠে এলো কালীঘাট (Kalighat)। এমনিতে কালীঘাটের বুকে তৈরি হওয়া স্কাইওয়াক নিয়ে সকলের কৌতূহলের শেষ নেই। এই কালীঘাট স্কাইওয়াক কবে খুলবে সেই অপেক্ষায় রয়েছেন বহু মানুষ। তবে এরই মাঝে কালীঘাটে এমন এক ঘটনা ঘটে গেল যা জানা বা শোনার জন্য হয়তো কেউই প্রস্তুত ছিলেন না। আসলে কালীঘাটে মাটির তলা থেকে উদ্ধার হল লিটার লিটার তেল। শুধু তাই নয় তেল জল মিশ্রিত হাজার লিটার পেট্রোলও উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। শুনতে অবাক লাগলেও এটাই দিনের আলোর মতো সত্যি। এদিকে এহেন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কালীঘাটের মতন জায়গায়। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কালীঘাটে বড় ঘটনা

ইতিমধ্যে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছে যে তাহলে কি কালীঘাটে মাটির তলায় কোনো রকম তেলের খনি ছিল? ইতিমধ্যে এহেন ঘটনা দেখতে উৎসুক মানুষেরা সেখানে ভিড় জমিয়েছিলেন। তবে আসলে ব্যাপারটা কিছুটা অন্যরকম। মঙ্গলবার সকালে হাজরা মোড়ের ফাঁকা জমির নীচ থেকে জল মেশানো তেল পাম্প করে তোলার কাজ হয়। ঘটনা প্রসঙ্গে কলকাতা পুরসভা জানিয়েছে, ১৩৬ নম্বর হাজরা রোড। যতীন দাস পার্কের ঠিক পাশে রয়েছে একটি খালি জমি। সেখান থেকে এদিন সকালে ২০০ লিটারের পাঁচ ড্রাম ভর্তি জল মিশ্রিত পেট্রল এবং স্লাজ তোলা হয়েছে। যেহেতু জায়গাটি জনবহুল সেজন্য তেলে তীব্র ঝাঁঝালো গন্ধ সকলেরই নাকে গেছিল। আর যাকে ঘিরে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ।

যদিও তেল নিয়ে গিয়েছে এইচপিসিএল। স্থানীয় এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘গত শুক্রবার সকাল থেকে গোটা এলাকা পেট্রলের ঝাঁঝালো গন্ধে ভরে যায়। দেখা যায় জমিতে জলের সঙ্গে তেল মিশে। আতঙ্কিত হয়ে পড়েছিলাম।’ এদিকে এলাকারই রাজেশ দাস নামে স্থানীয় এক দোকানদার বলেন, ‘সেদিন রাস্তাতে জল জমেছিল। জলের সঙ্গে তেল ভাসছিল। ওই জমি থেকেই তেল বেরচ্ছিল। জায়গাটায় আবর্জনা পড়েছিল বলে কিছু বোঝা যাচ্ছিল না। বিষয়টি কাউন্সিলারকে জানানো হয়। তারপর তেল তোলার ব্যবস্থা হয়েছে।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বিস্ফোরক পুরসভা

কলকাতা পুরসভার আধিকারিকরা জানিয়েছে, জমিটি আদতে পুরসভার। প্রায় ২০ বছর ধরে সেটি ফাঁকা রয়েছে। ওই জমি দখল করে এক সময় একটি পেট্রোল পাম্প হয়েছিল। পুরসভা আদালতে মামলা করলে সেই মামলায় হেরে মালিক পাম্প বন্ধ করে চলে যান। কিন্ত মাটির তলায় যে ব্যারেল থেকে গিয়েছিল তা কেউ জানতেন না। এইচপিসিএলের এক আধিকারিক বলেন, নীচে দু’টি ব্যারেল রয়েছে। একটি ৯ হাজার লিটারের এবং অন্যটি সাড়ে চার হাজার লিটারের। ৯ হাজারের ব্যারেলটি লিক হয়। প্রায় হাজার লিটার তেল-জল মিশে ছিল। অনুমান, এর প্রায় ৪৫ শতাংশ তেল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group