বুক চিতিয়ে জল কামানের সামনে দাঁড়িয়ে আঁকড়ে ধরেন জাতীয় পতাকা! এই বৃদ্ধের পরিচয় জানেন?

Published on:

balaram das

কলকাতাঃ মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানকে ঘিরে তোলপাড় হয়ে উঠেছিল সমগ্র বাংলা। গতকাল আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। আর এই অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। তবে বেলা গড়াতে না গড়াতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাওড়া, সাঁতরাগাছি এবং হাওড়া ময়দান চত্ত্বরে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, জল কামানের ব্যবহার করে পুলিশ। এই ঘটনায় বহু মানুষ শিরোনামে উঠে এসেছিলেন। তবে একজন মানুষ তুমুল গতিতে ভাইরাল হয়েছিলেন, যাকে পুলিশের জলকামানের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে দেখা গিয়েছিল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভাইরাল ব্যক্তি

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা গিয়েছে, হাওড়া ব্রিজে যখন আন্দোলন ছত্রভঙ্গ কর‍তে জলকামান, কাঁদানে গ্যাস ছুঁড়ছিল তখন একজন মানুষ বুক চিতিয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই ব্যক্তির গায়ে ছিল গেরুয়া বসন এবং হাতে জাতীয় পতাকা। তাঁর নাম হল বলরাম বসু। তাকে হাতে জাতীয় পতাকা এবং মুখে সরকার বিরোধী স্লোগান দিতে দেখা গিয়েছিল। গতকাল পুলিশের জলকামানের জল ফুরিয়ে গেলেও সাধারণ মানুষের বিক্ষোভ কিন্তু দমানো যায়নি। এখন প্রশ্ন উঠছে, কে এই বলরাম বসু? আপনিও কি জানতে ইচ্ছুক কে তিনি? তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

‘চুড়ি পরা’র কথা বলেন বলরাম বসু

হাতে জাতীয় পতাকা উঠিয়ে পুলিশের বিরুদ্ধে গতকাল তাকে সোচ্চার হতে দেখা যায়। এমনকি চুরি পরে বসে থাকতেও শোনা যায় তাকে। এই ঘটনায় একদিকে তিনি যেমন সমালোচনার শিকার হয়েছেন তো আবার কেউ কেউ তাকে রাতারাতি ‘হিরো’ বানিয়ে ছেড়েছেন। তিনি নিজেকে পেশায় একজন শিক্ষক হিসেবে দাবি করেছেন। এই ঘটনায় এবার একটি পোস্ট করলেন রূপম ইসলামের স্ত্রী রূপসা দাশগুপ্ত। তিনি ফেসবুকে লিখলেন, ‘চুড়ি পরে বসে থাক… ওয়াহ! ওয়াহ! এই সব কথাই যদি না থামে, তবে কীসের এত আন্দোলন।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলরাম বসু জানান, ‘আমরা জানি বাংলার অর্ধেকটা নারী। এই নারীদের সুরক্ষা দেওয়া দায়িত্ব আমাদের পুরুষদের, নারীদেরও। যেখানে মহিলারা অসুরক্ষিত হয়ে রয়েছেন সেখানে প্রতিবাদ করব না? ছাত্ররা নিজেদের মতো করে আন্দোলন করছে, তাঁরা ডেকেছে প্রত্যেক পরিবার থেকে একজন করে যেন আসে। আমি সেই সমাজের অংশ। আমি সেই কারণে গেছি। আমার কোন রাজনৈতিক পরিচয় নেই-ডান-বাম কিছুই না। সুস্থ সমাজের অংশ হিসেবে সকলকে প্রতিবাদ করতে হবে।’

সরব রূপম ইসলামের স্ত্রী

ঘটনায় সরব হয়েছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী রূপম ইসলামের স্ত্রী রূপসা। ‘চুড়ি পরে বসে থাক… ওয়াহ! ওয়াহ! এই সব কথাই যদি না থামে, তবে কীসের এত আন্দোলন।’ এরপরেই তাঁর কমেন্ট বক্স নানা লোকের মন্তব্যে ভরে যায়। একজন লেখেন, ‘ঠিক কথা, চুরি পরাটা কারোর দুর্বলতা হতে পারে না। আর না পরাটা দুর্বলতার প্রতীক নয়।’ অন্য আরেকজন মন্তব্য, ‘এই সব সার্কাসের কারণে আসল জিনিসের থেকে ফোকাসটা সরে যাচ্ছে।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group