মদ, গাঁজা থেকে বহিরাগতয় নিষেধাজ্ঞা! ছাত্রী মৃত্যুর পর কড়া নিয়ম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

Published on:

Jadavpur University

প্রীতি পোদ্দার, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্রী অনামিকা মণ্ডলের রহস্যমৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা। কেন যাদবপুর ক্যাম্পাসের সব জায়গা সিসি ক্যামেরার আওতায় নেই? শুধু তাই নয়, পর্যাপ্ত নিরাপত্তারক্ষী থাকলেও কেন এই ধরনের ঘটনা ঘটে, আর তাতেই এবার নড়েচড়ে বসল যাদবপুর বিশ্ববিদ্যালয়। পুরনো নির্দেশিকা ও নিষেধাজ্ঞা ফের কার্যকর করলেন কর্তৃপক্ষ। ক্যাম্পাসে মাদকদ্রব্য নিয়ে প্রবেশে কড়া শাস্তির কথা বলেছে কর্তৃপক্ষ। পাশাপাশি, ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে একাধিক গাইডলাইন প্রকাশ করা হয়েছে।

বিশেষ গাইডলাইন প্রকাশ কর্তৃপক্ষের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে, যদি কোন‌ও পড়ুয়াকে মাদকদ্রব্য-সহ ধরা হয় তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাধারণের জন্য ক্যাম্পাসের ভিতরে যথেচ্ছ প্রবেশ ও প্রাতর্ভ্রমণ বা সান্ধ্যভ্রমণ সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। সন্ধে ৭টা থেকে সকাল ৭ টার মধ্যে কোনও প্রয়োজনে কেউ যদি ক্যাম্পাসে প্রবেশ করতে চান তা হলে বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরিচয়পত্র গেটে দেখানো বাধ্যতামূলক।

Jadavpur University

চার চাকা গাড়ি নিয়েও কড়াকড়ি

এছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি কারও কাছে বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরিচয়পত্র না থাকে তা হলে অন্য কোন‌ও গুরুত্বপূর্ণ নথি বা যার সঙ্গে ওই ব্যক্তি দেখা করতে যাচ্ছেন তার বিবরণ ও যোগাযোগের নম্বর গেটের রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করতে হবে। এছাড়াও সমস্ত দু’চাকা ও চার চাকা গাড়ি যেগুলি বিশ্ববিদ্যালয় আসছে সেগুলিতে বিশ্ববিদ্যালয়ের স্টিকার থাকা আবশ্যিক। বাইরে থেকে যে সব গাড়ি আসছে তাদের স্টিকার না থাকলে গেটে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চালক ও আরোহীর পরিচয়পত্র প্রয়োজন অনুযায়ী দেখাতে হবে।

আরও পড়ুন: পুজোর পরেই বাংলায় SIR? ডেপুটি ইলেকশন কমিশনারের রাজ্য সফর ঘিরে বাড়ছে জল্পনা

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের কাছে থাকা ঝিল থেকে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের মৃতদেহ উদ্ধারের পর একগুচ্ছ প্রশ্ন উঠতে শুরু করে। ২০১৯ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মদ্যপান ও নেশাজাতীয় দ্রব্য নিয়ে বিশ্ববিদ্যালয় প্রবেশের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল। কিন্তু বারবার বিজ্ঞপ্তি জারি করেও যাদবপুরের ছাত্র আন্দোলনের জেরে নিয়মের শিথিল হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তবে এবার কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কড়াকড়ি হল কর্তৃপক্ষ।

সঙ্গে থাকুন ➥