কত বড় সাহস! পুলিশের নজর এড়িয়ে নবান্নের ১৪ তলায় ঢুকে পড়লেন এক সিভিক ভলান্টিয়ার

Published on:

Nabanna civic volunteer

প্রীতি পোদ্দার, কলকাতা: নবান্নে সাময়িক গণ্ডগোল! নিরাপত্তারক্ষীদের কড়া নজরদারি ভেদ করে সবার নজর এড়িয়ে নবান্নের ১৪ তলায় পৌঁছে গেলেন এক সিভিক ভলান্টিয়ার! নিমিষেই হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। এদিকে ১৪ তলায় মুখ্যমন্ত্রীর অফিস। সঙ্গে সঙ্গে সেই সিভিককে পাকড়াও করে শুরু হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘটনাটি কী?

‘TV 9’ এর রিপোর্ট অনুযায়ী, গতকাল, মঙ্গলবার, ১৫ জুলাই, দুপুরে কর্তব্যরত পুলিশ কর্মীদের চোখ এড়িয়ে এক সিভিক ভলান্টিয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসেন সেখানে উঁকিঝুঁকি দেওয়ার চেষ্টা করেন। আর তারপরেই তাঁর এই সন্দেহজনক আচরণ দেখে হাতেনাতে ধরে নবান্নের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশরা। শুরু হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ। তাতেই জানা যায়, ওই সিভিক ভলান্টিয়ার নির্দিষ্ট কিছু কাজের জন্য নবান্নে গিয়েছিলেন।

কী উদ্দেশ্য ছিল সিভিকের?

জানা যায় ওই সিভিকের জানার কৌতূহল জেগেছিল যে নবান্নে কোথায় মুখ্যমন্ত্রী বসেন। এছাড়াও নবান্নে প্রশাসনিক ভবনটি দেখতে কেমন, তা একবার চোখে দেখতে নবান্নের ভেতরে ঢোকার পর লিফটে চড়ে সোজা ১৪ তলায় পৌঁছে যান তিনি। কিন্তু নিমেষে ধরা পড়েন কর্তব্যরত পুলিশ কর্মীদের কাছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জিজ্ঞাসার মাধ্যমে জানা যায় এই সিভিক ভলান্টিয়ারের বাড়ি নাকি তমলুকে। যখন কর্তব্যরত পুলিশকর্মীরা জানতে পারেন যে এই সিভিকের কোনও কুমতলব ছিল না, তখনই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ।

আরও পড়ুন: রেললাইনের নাট খোলা, আওয়াজ শুনে ফেসবুক লাইভ যুবকের, রোখা গেল বড়সড় দুর্ঘটনা

নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

গোটা ঘটনায় নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন যে, নর্থ গেট দিয়ে ওই সিভিক ও নবান্নে ঢুকেছিলেন। হামেশাই এই নর্থ গেট দিয়ে অনেক সময়ই সিভিক ভলান্টিয়াররা জল নিতে ঢোকেন। এদিন সেও তেমনই জল নিতে ভেতরে ঢুকছেন বলে মনে করেছিলেন। তারপরেই তাঁর গোটা ভবন ঘুরে দেখার ইচ্ছা জাগে।

কিন্তু প্রশ্ন হল নবান্ন যেখানে রাজ্যের অন্যতম হাইপ্রোফাইল সিকিউরিটি জোন, সেখানে স্বাভাবিক ভাবেই নবান্ন এবং আশেপাশের এলাকায় সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত কড়া। তাহলে কীভাবে এত নিরাপত্তা ভেদ করে ওই সিভিক চোদ্দ তলায় পৌঁছে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group