মেট্রো দূর, তাঁর আগেই কলকাতা বিমানবন্দরে যাত্রী সুবিধার্থে বড় বন্দোবস্ত করল পশ্চিমবঙ্গ সরকার

Published on:

kolkata airport

শ্বেতা মিত্র, কলকাতাঃ এবার বিমানবন্দর থেকে বেরিয়েই ঝক্কি পোহানোর দিন শেষ। কারণ এবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে এমন এক উদ্যোগ নেওয়া হল যার দরুণ উপকৃত হবেন বহু মানুষ। পরের বার আপনি যখন কলকাতা বিমানবন্দরে নামবেন তখন Rapido ক্যাবস Gate 3B-এর ঠিক বিপরীতে অবস্থিত ডেডিকেটেড কিওস্ক থেকে সহজেই গাড়ি পেয়ে যাবেন নিজের গন্তব্যে যাওয়ার জন্য।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আসলে গত ১৪ নভেম্বর Rapido Cabs -এর প্রধান রাজীব বাহরি, পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং পরিবহণ সচিব সৌমিত্র মোহন টায়ার-১ বিমানবন্দরে Rapido- র জন্য প্রথম কিওস্ক গাড়িটি লঞ্চ করেন।

বড় উদ্যোগ পরিবহন দফতরের

বিমানবন্দর থেকে প্রথম গাড়িকে সবুজ পতাকা দেখিয়ে পরিবহন মন্ত্রী জানান, “আমরা কলকাতা বিমানবন্দরে rapido ক্যাবগুলিকে স্বাগত জানাতে পেরে খুশি। এর কারণ এও গাড়িগুলি বিমানবন্দর থেকে শহরে ট্রান্সপোর্ট বুকিংয়ের সময় প্রায়শই বিভিন্ন সমস্যার মুখোমুখি হওয়া গ্রাহকদের একটি নিশ্চিত সমাধান ও স্বস্তি দেবে। আমরা অতীতে বিমানবন্দর থেকে ক্যাবগুলির দাম এবং চালকরা আর বৃদ্ধি না করে যেতে অস্বীকার করার বিষয়ে অভিযোগ পেয়েছি। আগামী দিনে ৫০, ০০০ গাড়ি আনার পরিকল্পনা হচ্ছে।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উপকৃত হবেন যাত্রীরা

সাম্প্রতিক সময়ে, বিমানবন্দর চত্বর এবং গাড়ি পার্কিং অবকাঠামো নিয়ে ভুরিভুরি অভিযোগ করেছেন মানুষ। তবে পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই নতুন ক্যাপ ব্যবস্থা সকলের সমস্যার সমাধান করবে বলে মনে করছেন বিমানবন্দরে কর্মরত কর্মীরাও। জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দরের Entry- র ২৭ এবং ২৮ নম্বর স্তম্ভের মধ্যে ইতিমধ্যে একটি কিয়স্ক স্থাপন করা হয়েছে যেখানে একটি ডেডিকেটেড ক্যাব সার্ভিস বে রয়েছে। যাত্রীরা এখান থেকে সহজেই গাড়ি বুক করতে পারবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group