শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই বাংলায় পরিবহণ ব্যবস্থা নিত্য নতুন মাত্রা পাচ্ছে। বর্তমান সময়ে শহর কলকাতা থেকে শুরু করে বাংলা অন্যান্য প্রান্তে যাওয়ার ক্ষেত্রে পরিবহণ ব্যবস্থা রীতিমতো তুঙ্গে রয়েছে। তবে এসবের মাঝে এবার বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর। নতুন নীতি চালু করে সকলকে চমকে দিল পশ্চিমবঙ্গ সরকার।
এখন এখন নিশ্চয়ই ভাবছেন যে কী সেই নীতি? তাহলে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ সরকারের তরফে এবার চালু করা হলো ‘ওয়ান আরটিও ওয়ান রেজিস্ট্রেশন কোড’ নীতি। হ্যাঁ ঠিকই শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
‘One RTO, one registration code’
আসলে গোটা বাংলায় গাড়ির রেজিস্ট্রেশন প্রক্রিয়া সরল করতে ‘ওয়ান আরটিও, ওয়ান রেজিস্ট্রেশন কোড’ নীতি চালু করেছে রাজ্য পরিবহণ দফতর। এই সিস্টেমটি প্রতিটি RTO এবং অতিরিক্ত আরটিওর জন্য একক এবং অনন্য কোডে বিভিন্ন বিভাগের যানবাহনের জন্য একাধিক কোডকে একত্রিত করে। আগে বাংলায় একই আরটিও-র অধীনে গাড়ির রেজিস্ট্রেশনের জন্য একাধিক কোড ছিল। তবে এবার এই ব্যবস্থায় পরিবর্তন আনা হল।
কী বলছে সরকার?
নতুন নীতি প্রসঙ্গে পরিবহণ সচিব সৌমিত্র মোহন বলেন, ‘এই নীতি কেন্দ্রীয় সরকারের গাইডলাইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিভাগটি জানিয়েছে যে বিদ্যমান যানবাহনের নিবন্ধকরণ নম্বরগুলি পরিবর্তন হবে না। সমস্ত যানবাহনের ডেটা এখন তাত্ক্ষণিকভাবে অনলাইনে অ্যাক্সেস করা যায়। বিভাগটি আরটিওগুলির জন্য নতুন কোডগুলিও অবহিত করেছে। প্রাইভেট থেকে কমার্শিয়ালে পরিবর্তিত যানবাহনের জন্য কোনও নতুন নম্বরের প্রয়োজন হবে না।’