হিলি সীমান্ত দিয়ে বন্ধ হলে রফতানি! বাংলাদেশে আরও বাড়বে পিঁয়াজ, আলুর দাম

Published on:

onion potato export to bangladesh stopped in hili land border

পার্থ সারথি মান্না, কলকাতাঃ পড়শি দেশ বাংলাদেশে (Bangladesh) খাদ্যদ্রব্যের দাম অত্যাধিক বেড়ে গিয়েছে। তাই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও চাহিদার যোগান দিতে ভারত থেকে আলু, পেঁয়াজের মত সামগ্রী আমদানি করতে হচ্ছে বিপুল পরিমাণে। তবে এবার জানা যাচ্ছে টেকনোলোজিগত সমস্যার কারণে থমকে গিয়েছে রপ্তানি পক্রিয়া। যার ফলে ভারতের রাজস্ব ক্ষতির পাশাপাশি বাংলাদেশের আমদানিকারীদেরও ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভারত বাংলাদেশ বর্ডারে দাঁড়িয়ে শয়ে শয়ে ট্রাক

যেমনটা জানা যাচ্ছে, রবিবার পর্যন্ত সুবিধা পোর্টালে ঠিকঠাকই চলছিল কাজ। কিন্তু গতকাল অর্থাৎ সোমবার সকাল থেকেই শুরু হয় সমস্যা। যেটা আজ চরমে উঠেছে, যার জেরে সকাল থেকে মাত্র ২টি ট্রাক সীমান্ত পার করতে পেরেছে। স্বাভাবিকভাবেই লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়েছে আলু, পেঁয়াজ থেকে শুরু করে ভিন্ন ধরণের পণ্য বোঝাই করা শতাধিক ট্রাক।

পশ্চিমবঙ্গ সরকারের সুবিধা পোর্টালে সমস্যা

কোনো পণ্য বাংলাদেশের পাঠাতে হলে সেটার জন্য সুবিধা পোর্টালের মাধ্যমে স্লট বুকিং করতে হয়। কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে সেটাই করা যাচ্ছে না। সরকারের সুবিধা পোর্টালে সমস্যার কারণেই এই বিপত্তি হচ্ছে বলে জানা যাচ্ছে। যদিও ঠিক কি সমস্যা হচ্ছে সেটা এখনও নিশ্চিত করে কিছু জানা। যায়নি। যেখানে ১৬০টি ট্রাক সীমান্ত পারাপার করেছিল সেখানে সোমবার ৪৩টি ট্রাক যেতে পেরেছে আর আজ সেই সংখ্যাই ২ টিতে নেমে গিয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

৮ কোটি টাকার রাজস্ব ক্ষতি

স্থলবন্দর দিয়ে ট্রাক পারাপার না হতে পারায় আনুমানিক ৮ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। একইসাথে বাংলাদেশের আমদানিকারী ব্যবসায়ীরাও ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। কারণ আগাম টাকা দিয়ে তবেই গাড়ি বুকিং হয়েছে। এদিকে পোর্টালের সমস্যার কারণে গাড়ি পৌঁছাতে না পাড়ায় একদিক যেমন ব্যবসার চাহিদা পূরণ করা যাচ্ছে না, তেমনি মালপত্র গাড়িতেই নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ছে।

ফের মূল্যবৃদ্ধির আশঙ্কা বাংলাদেশে

দেশের ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমদানি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমতাবস্থায় যদি কিছুদিনের জন্য আমদানি বন্ধ হয়ে যায় তাহলে বাজারে ঘাটতি শুরু হলেই দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরী হচ্ছে বাংলাদেশে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group