‘অপারেশন সিঁদুর’-ই হবে সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর থিম! নয়া চমক সজল ঘোষের

Published:

Durga Puja 2025
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে গোটা ১ বছরের অপেক্ষার পর অবশেষে আগমন হতে চলেছে মা দুর্গার। তাই কোথায় কী থিম হবে সেই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে একাধিক জটলা। তবে এবার থিম (Durga Puja 2025) সংক্রান্ত বিষয়ে এবার অন্য পথে হাঁটল সন্তোষ মিত্র স্কোয়ার। যেখানে অনেক পুজো থাইল্যান্ড, লাস ভেগাস বা রাজমন্দিরের অনুকরণে থিম নিচ্ছে, সেখানে দেশের বীরদের শ্রদ্ধা জানাতে এবং মানুষের মনে দেশপ্রেমের অনুভূতি জাগিয়ে তুলতে অপারেশন সিঁদুরকেই বেছে নিল সন্তোষ মিত্র স্কোয়ার।

পুজোয় থিমের আড়ম্বর নিয়ে বড় চমক !

কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বিজেপি নেতা সজল ঘোষ জানিয়েছেন যে, “এই থিমের মাধ্যমে ভারতীয় সেনাদের শ্রদ্ধার্ঘ্য জানাতে এবং দেশমাতাকে শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাইতো থিমের প্রতিটি কোণায় সেনার অভিযান, সাহস, সীমান্ত প্রতিরক্ষা, এবং আত্মত্যাগ ফুটে উঠবে। এছাড়াও প্যান্ডেল তৈরিতে থাকছে আধুনিক আলোকসজ্জা, শিল্পনির্ভর থ্রি-ডি আর্ট, এবং সেনাবাহিনীর বাস্তব ঘটনা অবলম্বনে সৃষ্ট ভিজুয়াল উপস্থাপনা।”

কী বলছেন সজল ঘোষ?

এছাড়াও এদিন সজল ঘোষ বলেন, ‘‘এই পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং দেশের জন্য নিবেদিত এক থিম—অপারেশন সিঁদুর।’’ উল্লেখ্য প্রত্যেক বছর পুজোর থিমে নয়া আকর্ষণীয় চমক দেওয়ার চেষ্টা করে থাকে সন্তোষ মিত্র স্কোয়্যার। তাই এবারও যাতে দর্শকদের কিছু অন্যরকম চমক দেওয়া যায় তার জন্য পুজোর থিম নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় সজল ঘোষ জানিয়ে দিলেন সন্তোষ মিত্র স্কোয়্যারের এবারের পুজোর থিম হবে ‘অপারেশন সিঁদুর’।

আরও পড়ুন: সরকারের ‘খরচ’ বাঁচানোর মূল মন্ত্র ছিল কর্মীদের হাতেই! DA মামলায় নয়া তথ্য

গত বছর অর্থাৎ ২০২৪ সালে সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর থিম ছিল লাস ভেগাসের গ্লোব। এবং তার আগের বছর অর্থাৎ ২০২৩ এ সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর থিম ছিল রামমন্দির। অযোধ্যার রামমন্দিরের আদলে সাজিয়ে তোলা হয়েছিল গোটা পুজো মণ্ডপকে। সেই সময় পুজোর মন্ডপ উদ্বোধনে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আর এবার ৯০ তম বর্ষে পা দিল সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো। তাই এই বছরটাকে আরও স্পেশ্যাল করে তুলতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরকেই থিম হিসেবে বেছে নিতে চলেছে এই ক্লাব।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন88 আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join