ছুটিতেও মিলবে টাকা, প্রকল্পের অনুমোদন এবার মোবাইল অ্যাপে, বড় সিদ্ধান্ত নবান্নর

Published on:

Sahaj Saral App

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তাই এখন থেকেই রাজ্যের সাধারণ নাগরিকদের কাছে নিজেদের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটগুলি তুলে ধরতে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলগুলি। আর এই আবহে রাজ্যবাসীর সুবিধার্থে একের পর এক জনহিতকর কাজে মনোযোগ দিয়েছে রাজ্য সরকার। টাকা ছাড়ার ক্ষেত্রে আর যাতে দেরি না হয় তাই এবার পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে সহজ সরল অ্যাপ (Sahaj Saral App) চালু হতে চলেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পঞ্চায়েত স্তরে আসবে কাজের দ্রুততা

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে এতদিন গ্রাম পঞ্চায়েত ‘জিপিএমএস’ এবং পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ ‘আইএফএমএস-সরল’ ব্যবহার করত । কিন্তু সেই দুই ব্যবস্থায় লেনদেনের তথ্য সময়মতো আপডেট না হওয়ার ফলে পঞ্চায়েত স্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে আসত। তাই সেই দুর্নীতি রুখতে এবং স্বচ্ছতা আনতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর নিয়ে এসেছিল এক অভিনব সফটওয়্যার – ‘সহজ সরল’। চলতি বছর গত ১ এপ্রিল পঞ্চায়েতের তিনটি স্তরে লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা আনার জন্য এই পোর্টাল চালু হয়েছিল। তবে এবার সেই পোর্টালেরও নয়া অ্যাপ আনতে চলেছে সরকার।

চালু হতে চলেছে নয়া অ্যাপ

সরকারি সূত্রে খবর, এবার ‘সহজ সরল’ নামক এই সরকারি পোর্টালকে আরও আধুনিকীকরণ করতে এক বিশেষ মোবাইল অ্যাপ চালু করছে পঞ্চায়েত দপ্তর। এই অ্যাপ ব্যবহার করে গ্রাম পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি স্তরে বিডিও এবং জেলা পরিষদ স্তরে জেলাশাসক বা এডিএম (জেলা পরিষদ) প্রকল্পের টাকা ছাড়ার অনুমোদন দিতে পারবেন। তাই এবার বিনা ঝঞ্ঝাটে। এতদিন কোনও প্রকল্পের টাকা ছাড়ার ক্ষেত্রে অফিসে বসে ‘পাস ফর পেমেন্ট’ এবং ‘ভাউচার’ সংক্রান্ত কাজকর্ম করতে হতো। কিন্তু কর্মীরা যখন চিঠিতে থাকত সেই কাজ করার কোনও সুযোগই থাকত না।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এদিকে টাকা ছাড়ার অনুমোদন না মিললে বন্ধ হয়ে যাচ্ছে উন্নয়নের একাধিক কাজ। এছাড়াও অনেক ক্ষেত্রে এও দেখা যায় যে অফিসে সরকারী ছুটি থাকার কারণে আধিকারিকদের ইচ্ছা থাকলেও, তাঁরা টাকা ছাড়ার অনুমোদন দিতে পারতেন না। আবার গুরুত্বপূর্ণ বৈঠক থাকলেও তার চাপে প্রকল্পের টাকা ছাড়ার কাজ বিলম্বিত হওয়ার সম্ভাবনা থেকে যেত। তাই এইসব কারণ যাতে আর ভবিষ্যতে সমস্যার চাবিকাঠি না হয়ে ওঠে তার জন্য ব্যবস্থা করা হয়েছে এই অ্যাপের। ইতিমধ্যে এই ব্যবস্থা চালু করা নিয়ে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) তৈরি করেছে রাজ্য। সেটি মঙ্গলবারই পাঠানো হয়েছে জেলায় জেলায়।

আরও পড়ুন: চাপে রাজ্য সরকার! ভাতা দেওয়ার ঘোষণাকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে

সতর্কতামূলক ব্যবস্থা

যেহেতু একটি অ্যাপের মাধ্যমে আর্থিক লেনদেন সংক্রান্ত সরকারি কাজ হবে তাই সেক্ষেত্রে যাতে কোনো দুর্নীতির ছায়া না পরে তার জন্য জানা সতর্কতামূলক পদক্ষেপের কথাও মাথায় রাখতে বলা হয়েছে আধিকারিকদের। তাই এই SOP অনুযায়ী ঠিক হয়েছে, কোনো আধিকারিক এই অ্যাপে ঢুকতে চাইলে, একমাত্র সংশ্লিষ্ট কর্তা-আধিকারিকদের দেওয়া নির্দিষ্ট মোবাইল নম্বরে পাঠানো ওটিপি দিয়েই ঢুকতে পারবে। যার মাধ্যমে একদিকে যেমন তাঁর দেওয়া সমস্ত ছাড়পত্রের তথ্যও দেখতে পাবেন কোনও আধিকারিক ঠিক তেমনই কতগুলি পেমেন্টের অনুমোদন তারা এখনও দেননি, সেই তথ্যও থাকবে অ্যাপে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group