বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে নবান্ন অভিযান সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের, রাস্তায় আটকাল পুলিশ

Published:

Nabanna Abhijan
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে একের পর এক ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েই চলেছে। কিছুদিন আগে এসএসসি-র চাকরিপ্রার্থীদের মিছিলে উত্তাল হয়েছিল শহর। করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত চলেছিল সেই মিছিল, পুলিশি আক্রমণের অভিযোগও উঠেছিল। এমনকি টেট উত্তীর্ণদের একাংশও কয়েক দিন আগে ৫০ হাজার শূন্যপদে অবিলম্বে নিয়োগের দাবিতে পথে নেমেছিল। তবে এবার রাজ্যকে ফ্যাসাতে ফেলতে নবান্ন অভিযানে (Nabanna Abhijan) নামল পার্শ্বশিক্ষকদের সংগঠন।

নবান্ন অভিযান পার্শ্বশিক্ষকদের

এর আগেও পার্শ্বশিক্ষকদের ‘সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি’ ১১টি সংগঠন একাধিক দাবি আদায়ের জন্য জোট বেঁধেছিল। এবারও বেতন বৃদ্ধির ফাইল অবিলম্বে কার্যকর করতে আজ নবান্ন অভিযানের ডাক দিল এই কমিটি। ঝড় বৃষ্টি মাথায় নিয়েই বেশ কয়েকদফা দাবি নিয়ে নবান্নে স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশে পাড়ি দিয়েছিলেন। জানা গিয়েছে শিয়ালদহ থেকে দুপুরে মিছিল করে পার্শ্বশিক্ষকদের এই সংগঠনের সদস্যরা এসএন ব্যানার্জি রোড ধরে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ধর্মতলায় এসে কলকাতা পুরসভার সামনে তাঁদের সেই মিছিল আটকে দেয় পুলিশ। কিন্তু পুলিশি বাধা মানতে না চাওয়ায় শুরু হয়ে যায় ধস্তাধস্তি।

একাধিক দাবি তুলে ধরলেন পার্শ্বশিক্ষকরা

এদিন পার্শ্বশিক্ষকদের প্রধান দাবি সমগ্র শিক্ষায় কর্মরতদের বেতন বৃদ্ধির ফাইল দ্রুত কার্যকর করার কথা তুলে ধরলে আরও একাধিক দাবি উঠে এসেছিল। সকল শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বেসরকারিকরণের হাত থেকে রক্ষা করা, নিয়োগের সঙ্গে সঙ্গেই ইপিএফ চালু করা এবং সমস্ত শূন্যপদে অবিলম্বে নিয়োগ করা ইত্যাদি দাবি তুলে ধরে ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে শিয়ালদহ থেকে নবান্নমুখী হচ্ছিলেন মিছিলকারীরা। কিন্তু মাঝপথে পুলিশি বাঁধার মুখে পড়তেই হুলুস্থুল কাণ্ড বেঁধে যায়। রাস্তা আটকে দেওয়ায় সংগঠনের সদস্যরা এগোতে না পেরে রাস্তাতেই বসে পরে।

আরও পড়ুন: অবশেষে রাজ্য সরকারকে ৬৮০ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র, তবে নবান্নকে দিতে হবে জরিমানা

এদিন আন্দোলনকারীরা রাস্তার মাঝে বসে থাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের বাধা দিলে তা পাল্টা ভেঙে এগোতে চায় পার্শ্বশিক্ষকদের একাংশ। গার্ডরেল ভেঙে এগোনোর চেষ্টা করেন। এরপর দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীরা পুলিশি অত্যাচারের অভিযোগ তোলেন। পার্শ্বশিক্ষকরা জানিয়েছেন, যতক্ষণ না তাঁদের নবান্নে যেতে দেওয়া হবে, ততক্ষণ এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন। মাঝরাস্তায় তাঁরা সকলে বসে বিক্ষোভ দেখান। ভয়ংকর পরিস্থিতি এলাকা জুড়ে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join