প্রীতি পোদ্দার, কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার কালো চশমা পরে আদালতে ভার্চুয়াল হাজিরা দিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)! বৃহস্পতিবার দুপুরে বেসরকারি হাসপাতালের বেড থেকেই আলিপুরের বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়াল হাজিরা দেন তিনি। বাদ যাননি রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী এবং তাঁর কন্যা অঙ্কিতা অধিকারীও। জানা গিয়েছে এদিন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একাদশ-দ্বাদশ শ্রেণিতে নিয়োগ সংক্রান্ত মামলায় মোট ২১ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে আদালতে। আর সেই শুনানিতেই মামলা থেকে অব্যাহতি চাওয়ার কাতর আর্জি জানালেন পার্থ।
কালো চশমা পরে ভার্চুয়ালি হাজিরা পার্থর
আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, স্কুল সার্ভিস কমিশন বা SSC মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আজ অর্থাৎ বৃহস্পতিবার। দুর্নীতি মামলায় এদিন আলিপুর আদালতে হাজিরা দেন রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী এবং তাঁর কন্যা অঙ্কিতা অধিকারীও। এদিন আলিপুর সিবিআই আদালতে চার্জগঠনের শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়ের সশরীরে উপস্থিত থাকার কথা থাকলেও, অসুস্থ থাকায় বেসরকারি হাসপাতালের বেড থেকেই কালো চশমা পরে ভার্চুয়ালি হাজিরা দেন তিনি। আসলে গতকাল অর্থাৎ বুধবার তাঁর চোখে অস্ত্রোপচার হয় সেই কারণেই এই কালো চশমা। এছাড়াও গত কয়েক মাস ধরেই শারীরিক অসুস্থতার কারণে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাই ভার্চুয়াল-ই ভরসা।
মামলা থেকে মুক্তি পাওয়ার আর্জি পার্থর
এদিন আলিপুর আদালতে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন সেখান থেকে নিজেকে নির্দোষ দাবি করে অব্যাহতি চান পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আইনজীবী বিপ্লব গোস্বামীও আদালতে সওয়াল করে দাবি করেন যে, ‘সিবিআইয়ের চার্জশিট এবং FIR-এ প্রথমে পার্থের নাম ছিল না। এমনকি সিবিআইয়ের দাবিগুলিও ভিত্তিহীন, তাই তাঁর মক্কেলকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। একই সঙ্গে পার্থর প্রাক্তন ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় অভিযুক্ত করার আবেদনও জানান পার্থর আইনজীবী।
ইতিমধ্যেই এই মামলায় প্রবীরকে সাক্ষী করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন আদালতের কাছে ‘মুক্তি’ চেয়ে হাসপাতালের বিছানায় বসেই পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমার সামাজিক সম্মান আছে। ২৫ বছর ধরে একটা অঞ্চল থেকে পাঁচ বার জিতেছি। আমি একটি জায়গায় নজরদারির দায়িত্বেও ছিলাম। আমায় মুক্তি দিন। সমাজের সামনে দাঁড়াতে দিন। জেলের অন্ধকারে রেখে আমায় সুযোগ দেওয়া হয়নি।”
আরও পড়ুন: টাকা নিয়ে মৃত্যু, জন্মর সার্টিফিকেট দিচ্ছে পঞ্চায়েত! অভিযোগ ঘিরে তুলকালাম বাদুড়িয়া
অন্যদিকে, আলিপুর আদালতে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন পরেশ অধিকারী ও অঙ্কিতা অধিকারীর আইনজীবীর পক্ষ থেকে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়। নাইসা কর্তা নীলাদ্রি দাস ও পঙ্কজ বনশলের হয়ে তাঁদের আইনজীবী মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। সেক্ষেত্রে এই নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হতে চান এজেন্ট আবু তাহের। তবে এ দিন শুধু পার্থ চট্টোপাধ্যায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন না, এদিন প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ভার্চুয়াল হাজিরা দেন এসপি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, প্রসন্ন রায়ও।












