পার্থ চট্টোপাধ্যায়ের হার্ট অ্যাটাক, অক্সিজেন সাপোর্টে প্রাক্তন শিক্ষামন্ত্রী

Published on:

partha chatterjee suffered from mild heart attact currently under oxygen support

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সম্প্রতি কোর্ট থেকে SSKM এর বদলে অন্য বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এরই মধ্যে জানা গেল হার্ট অ্যাটাক হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। আজ সকালেই কলকাতার মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে হাওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। বর্তমানে তিনি স্থিতিশীল থাকলেও এখনও ভয় সম্পূর্ণ কাটেনি বলেই খবর মিলেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হার্ট অ্যাটাক পার্থ চট্টোপাধ্যায়ের

গত ২৮শে জানুয়ারি সন্ধ্যের দিকে শরীরীক অসুস্থতার কারণে SSKM এ ভর্তি করা হয়েছিল পার্থকে। এরপর শেখেনি ICU-তে স্থানান্তরিত করা হয়। পরবর্তীকালে প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তাকে। বর্তমানে বেসরকারি হাসপাতালে কার্ডিওলজিস্ট অনুপ খৈতানের পর্যবেক্ষণে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। জানা যাচ্ছে তার রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেশ কিছুটা বেড়ে গিয়েছে। ফুসফুসেও সংক্রমণ ছড়িয়েছে, সিটি স্ক্যানও করানো হবে বলে খবর মিলেছে হাসপাতাল সূত্রে।

অক্সিজেন সাপোর্টে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী

বর্তমানে ITU ৬ নাম্বার বেডে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে। রক্তাল্পতার সমস্যা থাকার কারণে আগামীতে ডায়ালিসিসের প্রয়োজন হবে কি না সিদ্ধান্ত নেবেন ৩ জন মাল্টি ডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ডের ডাক্তার মেডিসিন স্পেশালিস্ট সোয়ারেজ পাঁজা, কার্ডিওলজিস্ট অনুপ খৈতান ও নেফ্রোলজিস্ট প্রতীক দাস।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এর আগে একাধিকবার আদালতের কাছে বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার জন্য অনুমতি চেয়ে আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে এতদিনে সেই অনুমতি মিলেছে, তাঁর আইনজীবী কোর্টকে জানান, SSKM এ চিকিৎসা করিয়েও সুস্থ হচ্ছেন না তিনি। তাই বেসরকারি হাসপাতালে ভর্তির অনুমতি দেওয়া হোক। এক্ষেত্রে হাসপাতালের যা বিল হবে তা তিনি ব্যক্তিগতভাবেই খরচ করবেন।

আরও পড়ুনঃ বাংলায় গাঁজাখোরের সংখ্যা কত? সৌমিত্র খাঁয়ের প্রশ্নের জবাব দেবে কেন্দ্র সরকার

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জেরে ২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। শুরুতে ED তারপর CBI গ্রেফতার করে তাঁকে। সেই থেকে তিন বছর ধরে জেলেই ছিলেন প্ৰথ। একাধিকবার জামিনের জন্য আবেদন করা হলেও প্রতিবার রিজেক্ট হয়েছিল। তবে সম্প্রতি বিশেষ কিছু শর্ত ও মোটা বন্ডে সই করে জামিন মঞ্জুর করা হয়। যদিও জেলমুক্ত হয়নি, কারণ সিবিআই এর মামলায় এখনও জামিন পাওয়া বাকি রয়ে  গিয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group