সৌভিক মুখার্জী, কলকাতা: সাত সকালেই ভয়াবহ দুর্ঘটনা। এবার দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতুতে (Second Hooghly Bridge Fire) এক যাত্রীবাহী বাসে হঠাৎ করেই অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা বাস। এমনকি ভষ্মীভূত হয়ে যায় সবকিছু। তবে হ্যাঁ, যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়, আর সেরকম কোনও হতাহতের খবর মেলেনি। তবে কীভাবে লাগল এই আগুন, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ভয়াবহ অগ্নিকাণ্ড বিদ্যাসাগর সেতুতে
স্থানীয় রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, কলকাতা থেকে হাওড়াগামী একটি প্রাইভেট বাসেই আজ আগুন লেগে যায়। ঘটনাটি ঘটে সকাল সাতটা নাগাদ। মূলত দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রচ রোডে এই ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থানে পৌঁছয় হেস্টিংস থানার পুলিশ, এমনকি দমকলের দু’টি ইঞ্জিন। প্রায় 35 মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বলাবাহুল্য, বাসে আগুন ছড়িয়ে পড়ার আগেই সমস্ত যাত্রী, চালক ও খালাসিকে বাস থেকে নামিয়ে আনা হয়েছে। হতাহতের কোনও খবর মেলেনি। এমনকি কীভাবে এই আগুনের সূত্রপাত, সে বিষয়ে কোনওরকম তথ্য এখনও হাতে আসেনি। তবে অনুমান করা হচ্ছে, কোনও ইলেকট্রিক শর্ট সার্কিটের থেকেই হয়তো এই অগ্নিকাণ্ড। এমনকি এর ফলে প্রায় ৪৫ মিনিট ধরে সেতুর ওই লেনে যান চলাচল বন্ধ থাকে।
স্থানীয় এক বাসিন্দা বলছেন, সাত সকালেই ঘটে এই অগ্নিকাণ্ড। হাওড়া থেকে কলকাতাগামী যে পাবলিক বাস, তাতেই হঠাৎ আগুন লেগে যায়। তবে কীভাবে আগুন লাগল, সে বিষয়ে কোনও তথ্য এখনও হাতে আসেনি। দমকলের তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চলছে। এমনকি ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সাময়িকভাবে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে উল্টো দিকে কলকাতা থেকে হাওড়াগামী বাস স্বাভাবিকভাবে যাতায়াত করছে।