এ যেন শাপে বর! ভারী বৃষ্টিতে জলমগ্ন পাটুলিতে জাল দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি

Published:

patuli kolkata rain
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ রাতভর বৃষ্টিতে (Heavy Rain) বানভাসি অবস্থা সমগ্র বাংলার। বিশেষ করে সকালে ঘুম ভাঙতেই রাস্তাঘাটের দৃশ্য দেখে একটাই কথা মুখ থেকে বেরোচ্ছে, এ তো দুয়ারে দিঘা, ঘাটাল! উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সবদিকে জল থৈথৈ অবস্থা। রাস্তায় এতটাই জল জমেছে যে মানুষজন রীতিমতো জাল ফেলে মাছ ধরতে শুরু করেছেন সকাল সকাল। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আর শহর কলকাতার এহেন দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপক গতিতে ভাইরাল হচ্ছে।

বানভাসি পাটুলিতে মাছ ধরছেন মানুষ

মঙ্গলবার সকাল থেকে জলে ডুবে থাকা কলকাতার বহু ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বিদ্যুতের গতিতে। কোথাও কোমর সমান তো কোথাও হাঁটু সমান জল। তবে এবার সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পাটুলিতে ওই জমা জলেই জাল ফেলে অনেকে মাছ ধরছেন। আবার জালে মাছও উঠেছে বেশ কিছু। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। রাতভর বৃষ্টিতে অন্যান্য জায়গার পাশাপাশি সমগ্র ইএম বাইপাসও রীতিমতো জলের তলায় চলে গিয়েছে। সেই অবস্থাতেও মানুষ রাস্তায় বেরিয়ে হাঁটাচলা করছেন।

এদিকে পাটুলিতে দেখা যাচ্ছে মূল রাস্তা থেকে শুরু করে অলিগলিতে কোমর সমান, হাঁটু সমান অবধি জল জমে গিয়েছে। কোনটা খাল কিংবা কোনটা রাস্তা আপনি বুঝতে পারবেন না। তার মধ্যেই জলে জাল ফেলে চলছে দেদার মাছ ধরা। যদিও এই ভিডিওটির সত্যটা যাচাই করেনি Indiahood.in.

নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি বাংলায়

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ২২-২৩ সেপ্টেম্বর রাতে কলকাতায় ভারী বৃষ্টিপাতের ফলে কমপক্ষে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সোমবার ২২ সেপ্টেম্বর, ২০২৫ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যার ফলে বাংলা ওড়িশার বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর বা আইএমডি জানিয়েছে। ২৫ সেপ্টেম্বরের দিকে পূর্ব-মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join