দীঘায় গিয়ে মহা বিড়ম্বনায় পর্যটকেরা! যাতায়াত সমস্যায় এবার কপালে হাত পড়ল স্থানীয়দের

Published on:

Jagannath Temple In Digha

প্রীতি পোদ্দার, কলকাতা: অনেকদিন আগেই পড়ে গিয়েছে গরমের ছুটি, তাই সেই ছুটি উপভোগ করার জন্য অনেকেই কাছে পিঠে কয়েকদিনের জন্য ঘুরতে চলে যাচ্ছে। এদিকে দীঘায় গত ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দির (Jagannath Temple In Digha) উদ্বোধন করা হয়েছে। আর তাতেই সমুদ্র দর্শনের পাশাপাশি জগন্নাথ দর্শনের সুযোগ হাতছাড়া করতে চাইছে না বাঙালি পর্যটকেরা। তাই ক্রমশ ভক্ত ও দর্শণার্থীদের ভিড় বাড়ছে দীঘার এই মন্দিরে। এদিকে লক্ষাধিক পর্যটকের আগমনের কারণে যাতায়াত নিতে বেজায় সমস্যায় পড়েছে গ্রামের বাসিন্দারা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

খুলে দেওয়া হল মন্দিরের পূর্ব দিকের প্রবেশ পথ

দিনের পর দিন দীঘায় পর্যটকদের ভিড় যেন বেড়েই চলেছে। তাই পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের ভিড়ের পরিস্থিতি আয়ত্তে আনতে ও নবনির্মিত জগন্নাথ মন্দিরে ভক্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে প্রশাসন। দক্ষিণ দিকে ১১৬ বি জাতীয় সড়কের ওপর থাকা মন্দিরের মূল প্রবেশদ্বার বন্ধ রেখে খুলে দেওয়া হয়েছে পূর্ব দিকের প্রবেশ পথ।

পাশাপাশি সাইকেল, গাড়ি, টোটো, অটোর প্রবেশ বন্ধ রাখা হয়েছে। যার দরুন এই প্রবেশদ্বার খুলে দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের নিজেদের কাজে বেরোতে হচ্ছে ঘুরপথে। যাতায়াতে প্রবল সমস্যার মুখে পড়তে হচ্ছে সকলকে। বেশি সমস্যা দেখা দিয়েছে ভগীব্রহ্মপুর, বিলআমোড়িয়া সহ মন্দির লাগোয়া স্থানীয় গ্রামে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সমস্যায় গ্রামের বাসিন্দারা

এই প্রসঙ্গে নাম প্রকাশ্যে অনিচ্ছুক দীঘার এক স্থানীয় বাসিন্দা বলেন, “এখানে যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে তার টানে প্রতিদিনই একাধিক মানুষের লম্বা লাইন বাড়ছে। পর্যটন শিল্পের গ্রাফ সেক্ষেত্রে ঊর্ধ্বমুখী হলেও, মহা সমস্যায় পড়তে হচ্ছে পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্দিরের পূর্ব দিকের রাস্তা খোলা রাখা হচ্ছে। কিন্তু অত্যাধিক ভিড়ের মধ্যে আমরা গ্রামের লোকজন চলাফেরা করতে পারছি না। খুবই অসুবিধা হচ্ছে।”

আরও পড়ুন: রাতভর শিক্ষক পেটাল পুলিশ! রাজ্যজুড়ে ‘ধিক্কার দিবস’ পালনের ডাক আন্দোলনকারীদের

এদিকে স্থানীয় বাসিন্দারা তাঁদের এই সমস্যার কথা প্রশাসনের কাছে তুলে ধরার চেষ্টা করছে। এর জন্য দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক অপূর্ব বিশ্বাসের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি কোনরকম যোগাযোগ করতে চায়নি। এমনকি এই বিষয়ে মন্তব্য করতেও রাজি হননি। তবে রামনগর ১ ব্লকের বিডিও পূজা দেবনাথ বলেন, “স্থানীয় মানুষের অসুবিধার কথা আমার জানা নেই। সমস্যা হলে বিকল্প ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। খোঁজ নিয়ে দেখছি।”

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group